রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

হযরত বাবাশাহ (রহঃ)ও এলাকার মুর্দেগানের মাগফিরাত কামনায় ১ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্পন্ন

সংবাদকর্মীর নাম

পহেলা ফাগুন ১৪ই ফেব্রুয়ারি পবিত্র শবেবরাত রোজ শুক্রবার ঐতিহ্যবাহী সুনামগঞ্জের দিরাই, উপজেলা গচিয়া হযরত বাবাশাহ (রহঃ)ও এলাকার মুর্দেগানের মাগফিরাত কামনায় ১ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করেন মাজার কর্তৃপক্ষ গ্রামবাসী ও আলেম-উলামাগণ।

গচিয়া গ্রামের কৃতি সন্তান শেখ আমির হোসাইন সাদীর সঞ্চালয়ে, মাওঃ হাফেজ তানভীর আহমেদ এর কুরআন তেলওয়াতে, হাফিজ মাওঃ ফয়সাল আহমেদ সাহেবের সভাপতিত্বে, জুম্মার নামাজ পরই উক্ত ওয়াজ মাহফিল উদ্বোধন হয়!

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের রত্ন খতিবে জামান হযরত মাওঃ নুরুল ইসলাম খান সাহেব মুহতামিম দারুল উলুম দরগাহপুর মাদ্রাসা, শান্তিগঞ্জ। জুম্মার পর থেকে ধারাবাহিকতায় দেশ-বরণ্য উলামায়ে কেরাম সারা রাত ওয়াজ নছীহত ফরমান।

বিষয় :

নিউজটি শেয়ার করার অনুরোধ রইল ।

প্রকাশের সময় : ০৩:৩৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
১৯১ Time View

হযরত বাবাশাহ (রহঃ)ও এলাকার মুর্দেগানের মাগফিরাত কামনায় ১ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্পন্ন

প্রকাশের সময় : ০৩:৩৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

পহেলা ফাগুন ১৪ই ফেব্রুয়ারি পবিত্র শবেবরাত রোজ শুক্রবার ঐতিহ্যবাহী সুনামগঞ্জের দিরাই, উপজেলা গচিয়া হযরত বাবাশাহ (রহঃ)ও এলাকার মুর্দেগানের মাগফিরাত কামনায় ১ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করেন মাজার কর্তৃপক্ষ গ্রামবাসী ও আলেম-উলামাগণ।

গচিয়া গ্রামের কৃতি সন্তান শেখ আমির হোসাইন সাদীর সঞ্চালয়ে, মাওঃ হাফেজ তানভীর আহমেদ এর কুরআন তেলওয়াতে, হাফিজ মাওঃ ফয়সাল আহমেদ সাহেবের সভাপতিত্বে, জুম্মার নামাজ পরই উক্ত ওয়াজ মাহফিল উদ্বোধন হয়!

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের রত্ন খতিবে জামান হযরত মাওঃ নুরুল ইসলাম খান সাহেব মুহতামিম দারুল উলুম দরগাহপুর মাদ্রাসা, শান্তিগঞ্জ। জুম্মার পর থেকে ধারাবাহিকতায় দেশ-বরণ্য উলামায়ে কেরাম সারা রাত ওয়াজ নছীহত ফরমান।