সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতকে জালালিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রদের সার্বিক তত্বাবধানে ও স্টুডেন্ট ওয়েলফেয়ার ট্রাস্ট ছাতকের আয়োজনে সিলেট সবুজকুড়ির আবৃত্তি পরিচালক ফারুক মাহদীর পরিচালনায় গজল সন্ধ্যায় অংশ নেন তোফায়েল আহমেদ মিনার, কলন্দর শিল্পী গোষ্ঠী, মোঃ বাহার উদ্দিন, কলন্দর শিল্পী গোষ্ঠী, নিজাম উদ্দিন, কলন্দর শিল্পী গোষ্ঠী, কাজী এমদাদ সিদ্দিকী, পরিচালক, অনুরাগ। সাঈদ সাকিব, অনুরাগ, মুবারাক মাহদী, সিলেট, দিলোয়ার হোসেন নোমান, অনুরাগ,বদরুল আমিন তালহা,জালালীয়া শিল্পী গোষ্ঠী, ছাতক। বিভিন্ন ছাত্ররা অংশ নেন। গজল সন্ধ্যা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন আহমদ সাবিকুস সালেহীন খান।