শাল্লা,( সুনামগঞ্জ) সংবাদ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৪ নং শাল্লা ইউনিয়নের শ্রীহাইল গ্রামের মোঃ সনজব মিয়ার ছেলে মোঃ আফজাল মিয়া কে গ্রেপ্তার করেছেন শাল্লা থানা পুলিশ।সে বিষয় জানতে চাইলে শাল্লা থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম আফজাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেন । তাছাড়া শ্রীহাইল গ্রামের বাসিন্দার নাম প্রকাশে অনিচ্ছু বলেন, আফজাল মিয়া পূর্বে ও তিনটি হত্যার মামলার প্রধান আসামি।আফজাল মিয়া যাদেরকে হত্যা করেন তাদের নাম ১।মোঃ মর্তুআলী, ২। আবুল কাশেম এবং ৩। সজল মিয়া উভয় তিনজনেই স্থানীয় শ্রীহাইল গ্রামের বাসিন্দার। তাছাড়াও বর্তমানে প্রায় আরো পাঁচটি মামলা তার বিরুদ্ধে রয়েছে। এলাকা বাসি জানান আওয়ামী লীগের ছত্রছায়া সে দীর্ঘদিন ধরে হত্যাকান্ড ও সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। শ্রীহাইল গ্রামের স্থানীয় বাসিন্দার মোঃ সেলিম মিয়া বলেন আমার পিতা (মরহুম আবুল কাশেম) মিয়া কে নৃশংস ভাবে হত্যা করে। তাছাড়া সে শীর্ষ সন্ত্রাস, ভূমিদস্য হিসেবেও এলাকা পরিচিত । কিছুদিন আগেও আমাদেরকেও হত্যার হুমকি দিয়েছিল। তাই প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি শীর্ষ সন্ত্রাসী আফজাল কে আইনের সর্বোচ্চ শাস্তি দাবি জানাই। আফজান মিয়া সম্পর্কে পরবর্তীতে ধারাবাহিকভাবে আরো সংবাদ প্রকাশ করা হবে।