Dhaka 9:48 am, Wednesday, 12 March 2025

শান্তিগঞ্জে প্রবাসীর জায়গায় জোরপূর্বক দখলের চেষ্টা, আতঙ্কে পরিবার

  • Reporter Name
  • Update Time : 01:08:37 pm, Thursday, 27 February 2025
  • 33 Time View

 

সুনামগঞ্জ) প্রতিনিধি ::

 

 

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নের আসামমুড়া গ্রামের এক প্রবাসীর পৈত্রিক জায়গা জোরপূর্বক দখলের চেষ্ঠা করে যাচ্ছে একটি ভূমি খেকু চক্র। ভোক্তভোগী পরিবারের লোকজন আইনের দারস্থ হয়েও মিলছে না আইনী প্রতিকার। চরম আতঙ্কে ভোগছেন প্রবাসীর পরিবারের সদস্যরা।

 

উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন তফশীল অফিসের কাগজ পর্যালোচনা করে দেখা যায়, শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নের আসামমুড়া গ্রামের আসামমুড়া মৌজার এস.এ জে.এল নং ২৫৫, এস.এ খতিয়ান নং-৩৭,১/১৮,০৭,৪৩,১৫,১০০,১৯,৬২,৩৯ এস.এ দাগ নং-০৬, বতর্মাণ খতিয়ান নং ১৭০, জে.এল নং ৩৪, দাগ নং-৮, পরিমান-৫.৬৯৫০ একর লায়েক পতিত ও বোরো ভূমি রয়েছে। ভূমিটির প্রকৃত মালিক আসামমুড়া গ্রামের মৃত সুফি মিয়ার উত্তরাধীকারী জসিম উদ্দিন ও সাইফ উদ্দিন।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, উক্ত জায়গার বেশির ভাগ অংশে ধান চাষাবাদ করা হয়েছে। কিছু অংশে একটি টীনের চালার ছোট ঘর রয়েছে। মূলত এই ঘরটি রাতারাতি ভাবে নির্মাণ করেছেন ভূমি খেকু চক্রের সদস্য গ্রামের সমছুল মিয়ার ছেলে শিপন মিয়ার স্ত্রী রুবেনা বেগম । বাকি অংশে চাষাবাদ করেছেন ভোক্তভোগী প্রবাসী পরিবারের লোকজন। পুরো জায়গার চার পাশে সীমানা পিলার রয়েছে।

 

আসামুড়া গ্রামের প্রবাসীর জায়গায় রাতের আধারে ঘর নির্মাণকারী শিপন মিয়ার স্ত্রী রুবেনা বেগম জানান, আমরা এই জায়গাটি গ্রামের অজুদ মিয়ার কাছ থেকে ক্রয় করেছি। অজুদ মিয়া আমাদেরকে এই জায়গাই ঘর নির্মাণের জন্য বলেছেন তাই আমি এখানে ঘর নির্মাণ করেছি। আমি জায়গা ক্রয় করে মালিক হয়েছে। তবে এখন শুনতে পেরেছি জায়গাটি জসিম উদ্দিন ও সাইফ উদ্দিনের। এই বিষয়ে গ্রামের পঞ্চায়েতরা অবগত রয়েছেন। থানা পুলিশ আমাদেরকে বলেছেন এই জায়গায় আপাদত কোন কাজ না করার জন্য। আমরা আর তেমন কোন কাজ করিনি।

 

গ্রামের প্রবীন মুরব্বী নজরুল ইসলাস ও তালেব আলী জানান, এই জায়গার মূল মালিক প্রবাসী জসিম উদ্দিন ও সাইফ উদ্দিন। কিছুদিন আগে গ্রামের শিপন মিয়ার স্ত্রী রুবেনা বেগম গ্রামের অজুদ মিয়ার কাছ থেকে জায়গা ক্রয় করেছেন। শিপন মিয়ার স্ত্রী রুবেনা বেগম যে জায়গায় ঘরটি নির্মাণ করেছেন সেটি প্রবাসী জসিম উদ্দিন ও সাইফ উদ্দিন’র পৈত্রিক সম্পত্তি। বিষয়টি গ্রামের সবাই অবগত আছেন।

 

ভোক্তভোগী সাইফ উদ্দিন’র স্ত্রী ঝুমা আক্তার জানান, আমাদের পুরুষ মানুষ বলতে কেউ নাই। আমার স্বামী ও আমার ভাশুর দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন। এই জায়গাগুলোতে আমরা চাষাবদ করে আসছি। একটি চক্র আমাদের পরিবারের অগুচরে রাতের আধারে জমিগুলো দখল করার চেষ্ঠা করে যাচ্ছে। আমরা বৈধ মালিক হয়েও কোন আইনী প্রতিকারও পাচ্ছি না। চক্রটি আমাদের সব জমিই দখলে নিতে চাইছে। আমরা খুবই আতংকে আছি। প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন এই ভূমি খেকু চক্রের হাত থেকে আমাদেরকে যেন রক্ষা করনে।

 

জসিম উদ্দিন ও সাইফ উদ্দিনের ভগ্নিপতি উপজেলার গাজীনগর গ্রামের নুরুল হক জানান, আমরা থানা ও কোর্টে অভিযোগ দিয়েছে। আমার শ্বশুরের বৈধ সম্পত্তি একটি ভূমি খেকু চক্র দখল করে নিতে চাচ্ছে। কিছু জায়গায় তারা রাতের আধারে ঘর নির্মাণ করেছে। এই চক্রটি আইন আদালত কিছুরই তুয়াক্কা করে না। এরা খুবই উগ্র ও লাঠিয়াল লোকজন। আমার শ্বশুরের কোন পুরুষ মানুষ না থাকায় এই সুযোগে তারা জমি গুলো দখল করতে চাইছে।

 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী জানান, এই বিষয়ে আমার কাছে একটি অভিযোগ দিয়েছিল প্রবাসীর স্ত্রী ঝুমা আক্তার। তবে জায়গা সংক্রান্ত কাজ আমাদের না। আমরা এলাকারআইন শৃঙ্খলা বজায় রাখতে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। উভয় পক্ষের মধ্যে যাতে কোন সংঘর্ষের ঘটনা না ঘটে সে জন্য উভয় পক্ষের সাথে কথা বলেছি। মূলত জয়গা সংক্রান্ত কাজ মহামান্য আদালত ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দেখবেন। ##

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাংলা উচ্চারণ ও অর্থসহ দোয়া কুনুত

শান্তিগঞ্জে প্রবাসীর জায়গায় জোরপূর্বক দখলের চেষ্টা, আতঙ্কে পরিবার

Update Time : 01:08:37 pm, Thursday, 27 February 2025

 

সুনামগঞ্জ) প্রতিনিধি ::

 

 

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নের আসামমুড়া গ্রামের এক প্রবাসীর পৈত্রিক জায়গা জোরপূর্বক দখলের চেষ্ঠা করে যাচ্ছে একটি ভূমি খেকু চক্র। ভোক্তভোগী পরিবারের লোকজন আইনের দারস্থ হয়েও মিলছে না আইনী প্রতিকার। চরম আতঙ্কে ভোগছেন প্রবাসীর পরিবারের সদস্যরা।

 

উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন তফশীল অফিসের কাগজ পর্যালোচনা করে দেখা যায়, শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নের আসামমুড়া গ্রামের আসামমুড়া মৌজার এস.এ জে.এল নং ২৫৫, এস.এ খতিয়ান নং-৩৭,১/১৮,০৭,৪৩,১৫,১০০,১৯,৬২,৩৯ এস.এ দাগ নং-০৬, বতর্মাণ খতিয়ান নং ১৭০, জে.এল নং ৩৪, দাগ নং-৮, পরিমান-৫.৬৯৫০ একর লায়েক পতিত ও বোরো ভূমি রয়েছে। ভূমিটির প্রকৃত মালিক আসামমুড়া গ্রামের মৃত সুফি মিয়ার উত্তরাধীকারী জসিম উদ্দিন ও সাইফ উদ্দিন।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, উক্ত জায়গার বেশির ভাগ অংশে ধান চাষাবাদ করা হয়েছে। কিছু অংশে একটি টীনের চালার ছোট ঘর রয়েছে। মূলত এই ঘরটি রাতারাতি ভাবে নির্মাণ করেছেন ভূমি খেকু চক্রের সদস্য গ্রামের সমছুল মিয়ার ছেলে শিপন মিয়ার স্ত্রী রুবেনা বেগম । বাকি অংশে চাষাবাদ করেছেন ভোক্তভোগী প্রবাসী পরিবারের লোকজন। পুরো জায়গার চার পাশে সীমানা পিলার রয়েছে।

 

আসামুড়া গ্রামের প্রবাসীর জায়গায় রাতের আধারে ঘর নির্মাণকারী শিপন মিয়ার স্ত্রী রুবেনা বেগম জানান, আমরা এই জায়গাটি গ্রামের অজুদ মিয়ার কাছ থেকে ক্রয় করেছি। অজুদ মিয়া আমাদেরকে এই জায়গাই ঘর নির্মাণের জন্য বলেছেন তাই আমি এখানে ঘর নির্মাণ করেছি। আমি জায়গা ক্রয় করে মালিক হয়েছে। তবে এখন শুনতে পেরেছি জায়গাটি জসিম উদ্দিন ও সাইফ উদ্দিনের। এই বিষয়ে গ্রামের পঞ্চায়েতরা অবগত রয়েছেন। থানা পুলিশ আমাদেরকে বলেছেন এই জায়গায় আপাদত কোন কাজ না করার জন্য। আমরা আর তেমন কোন কাজ করিনি।

 

গ্রামের প্রবীন মুরব্বী নজরুল ইসলাস ও তালেব আলী জানান, এই জায়গার মূল মালিক প্রবাসী জসিম উদ্দিন ও সাইফ উদ্দিন। কিছুদিন আগে গ্রামের শিপন মিয়ার স্ত্রী রুবেনা বেগম গ্রামের অজুদ মিয়ার কাছ থেকে জায়গা ক্রয় করেছেন। শিপন মিয়ার স্ত্রী রুবেনা বেগম যে জায়গায় ঘরটি নির্মাণ করেছেন সেটি প্রবাসী জসিম উদ্দিন ও সাইফ উদ্দিন’র পৈত্রিক সম্পত্তি। বিষয়টি গ্রামের সবাই অবগত আছেন।

 

ভোক্তভোগী সাইফ উদ্দিন’র স্ত্রী ঝুমা আক্তার জানান, আমাদের পুরুষ মানুষ বলতে কেউ নাই। আমার স্বামী ও আমার ভাশুর দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন। এই জায়গাগুলোতে আমরা চাষাবদ করে আসছি। একটি চক্র আমাদের পরিবারের অগুচরে রাতের আধারে জমিগুলো দখল করার চেষ্ঠা করে যাচ্ছে। আমরা বৈধ মালিক হয়েও কোন আইনী প্রতিকারও পাচ্ছি না। চক্রটি আমাদের সব জমিই দখলে নিতে চাইছে। আমরা খুবই আতংকে আছি। প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন এই ভূমি খেকু চক্রের হাত থেকে আমাদেরকে যেন রক্ষা করনে।

 

জসিম উদ্দিন ও সাইফ উদ্দিনের ভগ্নিপতি উপজেলার গাজীনগর গ্রামের নুরুল হক জানান, আমরা থানা ও কোর্টে অভিযোগ দিয়েছে। আমার শ্বশুরের বৈধ সম্পত্তি একটি ভূমি খেকু চক্র দখল করে নিতে চাচ্ছে। কিছু জায়গায় তারা রাতের আধারে ঘর নির্মাণ করেছে। এই চক্রটি আইন আদালত কিছুরই তুয়াক্কা করে না। এরা খুবই উগ্র ও লাঠিয়াল লোকজন। আমার শ্বশুরের কোন পুরুষ মানুষ না থাকায় এই সুযোগে তারা জমি গুলো দখল করতে চাইছে।

 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী জানান, এই বিষয়ে আমার কাছে একটি অভিযোগ দিয়েছিল প্রবাসীর স্ত্রী ঝুমা আক্তার। তবে জায়গা সংক্রান্ত কাজ আমাদের না। আমরা এলাকারআইন শৃঙ্খলা বজায় রাখতে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। উভয় পক্ষের মধ্যে যাতে কোন সংঘর্ষের ঘটনা না ঘটে সে জন্য উভয় পক্ষের সাথে কথা বলেছি। মূলত জয়গা সংক্রান্ত কাজ মহামান্য আদালত ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দেখবেন। ##