হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে মোকামপাড়া প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২১শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ ইং উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত মোকামপাড়া প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ২৪ শে ফেব্রুয়ারী রোজ সোমবার সকাল ১০ ঘটিকার সময় অত্র শিক্ষা প্রতিষ্ঠান এর হলরুমে মোকামপাড়া প্রাথমিক বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মোঃ জাহেদুজ্জান সুয়েব এর সভাপতিত্বে ও এই শিক্ষা প্রতিষ্ঠান এর প্রধান শিক্ষক সাব্বির আহমদ এর পরিচালনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুল কাদির।
আরোও বক্তব্য রাখেন, সমাজ সেবক আংগুর মিয়া, মোকামপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সোহাগ জামান, শিক্ষক ফাতেমা জাহান, মমতা রানী দাস ও আবদাল মিয়া প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, শিক্ষার্থীর অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।