হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে জগন্নাথপুরে সামাজিক সংগঠন কর্তৃক হত-দরিদ্র পরিবার এর মধ্যে ফুডপ্যাক বিতরণ করা হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন রানীগঞ্জ উন্নয়ন সংস্থা এর অর্থায়নে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে হত-দরিদ্র পরিবারের মধ্যে ফুডপ্যাক বিতরণ উপলক্ষে ২৭শে ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকার সময় এই সংস্থা’র কার্যালয়ে রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র কার্যনির্বাহী কমিটি’র সভাপতি মোঃ কাসেম আলী তালুকদারের সভাপতিত্বে ও সংস্থা’র কার্যনির্বাহী কমিটি’র সহ-সাধারণ সম্পাদক মুহিবুর রহমানের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রানীগঞ্জ উন্নয়ন সংস্থা এর আজীবন দাতা সদস্য শাহ জামান উল্লাহ মুক্তার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক গোলাম সরোয়ার, সাংবাদিক শাহ এস এম ফরিদ, রানীগঞ্জ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য এমরুল হক (মালয়েশিয়া প্রবাসী, রানীগঞ্জ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও আজীবন দাতা সদস্য সাইমুল আহমেদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র সদস্য পাভেল মিয়া, এ ছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রানীগঞ্জ উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী কমিটি’র সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মাহি, সংস্থার সহ-প্রচার সম্পাদক নাঈম আহমদ মাহদী ।
এ সময় সংস্থার সহ-সভাপতি ফয়জুর রহমান,সংস্থার সহ-সাধারণ সম্পাদক জাহান মিয়া, সংস্থা’র কার্যনির্বাহী কমিটি’র অর্থ সম্পাদক রাকিব আলী, সংস্থা’র শিক্ষা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক আহমদ হাসান মাহদি, সংস্থা’র ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফরিদ মিয়া (স্বপন), সংস্থার সহ-ক্রীড়া সংস্কৃতিক সম্পাদক মো, আপ্তাব উদ্দিন, সংস্থার সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আজহার হোসেন, সংস্থার সহ পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফারহান আহমদ, সংস্থার নির্বাহী সদস্য শফিনুর আলী, সংস্থার নির্বাহী সদস্য ইমন আহমেদ, সংস্থার সদস্য সাকিব আহমেদ, সংস্থার সদস্য হুমায়ুন আহমদ, সংস্থার সদস্য হাম্মাদ সাদী সহ এলাকার অনেকেই উপস্থিত ছিলেন ।
আলোচনা সভা শেষে ১ শত পরিবারকে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে রামাদ্বান ফুডপ্যাক বিতরণ করা হয় । সভায় রানীগঞ্জ উন্নয়ন সংস্থার পরিবারের পক্ষ থেকে রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র আজীবন দাতা সদস্য মো, নজরুল ইসলাম (যুক্তরাজ্য প্রবাসী) ও রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র প্রতিষ্ঠাতা সদস্য সাইমুল আহমদ (ইতালি প্রবাসী) কে সংস্থা’র রামাদ্বান ফুডপ্যাক বিতরণে আর্থিক ভাবে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানানো হয়।