মোঃ আবু বকর
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শুক্রবার (২১শে ফেব্রুয়ারী) উপজেলা কনফারেন্স হলরুমে উপজলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু’র সভাপতিত্বে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা:এমদাদুল হকের সঞ্চালনায় উপস্থিত বক্তব্য রাখেন,দোয়ারাবাজার থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক,সহকারী কমিশনার (ভূমি)সুশান্ত সিংহ ,দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমির ডা: হারুনুর রশীদ, দোয়ারাবাজার প্রেসক্লাবের আহবায়ক ও উপজেলা জামায়াতের নায়েবে আমির মাষ্টার কামাল উদ্দিন,উপজেলা যুবদলের আহবায়ক মাধব রায়, যুগ্ম আহবায়ক জমাল হোসেন, উপজেলা জামায়াতের সহসেক্রেটারি ডা:হারিস,উপজেলা কৃষি অফিসার শেখ মুহাম্মদ মহসিন,উপজেলা ছাত্রদলের আহবায়ক সাহাব উদ্দিন শিহাব সহ প্রমুখ।
বাংলাদেশের প্রিয় মাতৃভাষা,বাংলা ভাষার প্রতি সম্মান জানাতে প্রতি বছরের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। এদিন ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ভাষার প্রতি আমাদের দায়িত্ব অনুভব প্রকাশ করার দিন।
এ-সময় বক্তারা বলেন, মাতৃভাষা প্রত্যেকটি জাতির জাতিসত্তা বিকাশের অনবদ্য মাধ্যম। মাতৃভাষা ব্যতীত আত্মপরিচয় ও আত্মমর্যাদা সমৃদ্ধ হয় না। তাই পৃথিবীর প্রতিটি জাতিগোষ্ঠীই তার মাতৃভাষাকে মর্যাদা দিয়ে থাকে। মাতৃভাষার মর্যাদার ওপর ভিত্তি করেই একটা জাতিকে এগিয়ে যেতে হয়। এই পথচলায় বিপত্তি ঘটে পরাধীন জাতির। যেটি আমাদের বাঙালি জাতির ক্ষেত্রে ঘটেছিল। ঔপনিবেশিক শাসন শোষণের জাঁতাকলে বাঙালি জাতি দীর্ঘদিন কষ্টভোগ করেছে। যে কষ্টের ইতিহাস বলে শেষ করা যাবে না।
অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন, উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য দেলোয়ার হোসেন।