সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকের প্রাচীণতম চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক/শিক্ষিকা এবং ছাত্রীদের উদ্যোগে বার্ষিক ইসলামি প্রতিযোগিতায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পৌর শহরের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বিকেল ২ ঘটিকার সময় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে। পরে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ রবিউল ইসলামের সভাপতিত্বে ও ধর্মীয় শিক্ষক মাওলানা মুফতি ফিরোজ আলীর পরিচালনায় অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল আহাদ, মন্ডোলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, সাংবাদিক, সেলিম মাহবুব, বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী আবুল হাসান, অভিভাবক কমিটির সাবেক সদস্য রুপা মিয়া, হাজী লুলু মিয়া, কবির মিয়া, নিজাম উদ্দিন, জাকির হোসেন, আব্দুল হান্নান, ফরহাদ ইসলাম বাবলু, শিক্ষক মাহমুদুল হাসান, মোঃ মিছির আলী, আবুল হোসাইন, জুবায়ের আলম, সাদেকুল ইসলাম, ফাতেমা বেগম, শাহানারা বেগম, শিরিন সুলতানা, রিনা বেগম, ফারজানা আক্তার বেবি, রিমা আক্তার, ভোকেশনাল শাখার ইন্সট্রাক্টর আকিল উদ্দিন, মোহাম্মদ আনিসুর রহমান, সহকারী শিক্ষক জহিরুল ইসলাম, পাবেল আহমদ, ফাতেমা বেগম। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষার্থী এসএসসি পরিক্ষার্থী নিশাত শাহনাজ উমাইয়া। সভার শুরুতে হামদ নাত পরিবেশন করে ৬ষ্ট শ্রেণির শিক্ষার্থী খাদিজাতুল কুবরা আঞ্জুমা। মিলাদ মাহফিল ও দোয়া মাহফিল পরিচালনা করেন ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল আহাদ। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মাছনুনা আক্তার।##