সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে শ্রমিক লীগ নেতা লিটন মিয়াকে(৩৫) গ্রেফতার করা হয়েছে। সাবেক ছাত্রলীগ নেতা, বর্তমানে উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক লিটন মিয়া (৩৫) গোবিন্দগঞ্জ-সৈদেরগাও
ইউনিয়নের তকিপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।ছাতক থানার সেকেন্ড অফিসার, এস আই আব্দুস সাত্তার এবং এস আই মোঃ সিকন্দর আলীর নেতৃত্বে মঙ্গলবার রাত পুলিশ অভিযান চালিয়ে তকিপুর গ্রামের বাড়ি থেকে তাকে
গ্রেফতার করেছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, ছাতক থানার মামলা নং ১৫. তাং-১০.০২.২৫ খ্রী: ধারা The Special Power’s Act..1974.Section 15(3) /25 D এর সন্ধিগ্ধ আসামি লিটন মিয়া। বুধবার তাকে আদালতে
প্রেরণ করা হবে।