সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সউদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন ছাতক থানার এস আই সৈয়দ গোলাম সারোয়ার। সউদ মিয়া দোলারবাজার ইউনিয়নের জটি গ্রামের মৃত জবান উল্লার পুত্র ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। মামলার তদন্তকারী কর্মকর্তা, ছাতক থানার এস আই মোঃ সিকান্দর আলী জানান, ছাতক থানার মামলা নং ১৫. তাং-১০.০২.২৫ খ্রী: ধারা The Special Power’s Act..1974 Section 15(3)/25 D এর সন্ধিগ্ধ আসামি মোঃ সউদ মিয়া। আসামি গ্রেফতারের পর ১৪ ফেব্রুয়ারি তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ আসামি গ্রেফতার ও জেলহাজতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাতকের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপারেশন ডেভিল হান্ট অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়রা জানিয়েছেন সউদ মিয়ার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ ও জমি জোর দখলের অভিযোগ রয়েছে। বিগত দিনে সরকার দলের দাপট দেখিয়ে সে সরকারি জমি দখল করে দোকান ঘর নির্মাণ করেছে। নীরিহ মানুষের জমি দখল করেছে। গ্রামবাসীর রাস্তা ও স্কুল, মসজিদ, মাদ্রাসায় যাতায়াতের রাস্তা (সাবেক গোপাট) ভরাট করে গ্রামের ক’টি বাড়ির মানুষের পানি নিস্কাশনের পথ বন্ধ করে জমি দখল করেছে। ##