দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি :
দোয়ারাবাজারের পল্লীতে গলায় ফাঁস লাগিয় হাজী সুরকুম আলী নামের নব্বইউর্ধ্ব এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে বাড়ির লাগোয়া পূর্ব দিকে খড়ের ঘরের সাথে তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখা যায়।
তিনি উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের চেঙ্গাইয়া গ্রামের মৃত কনাই মিয়া বড় পুত্র।
জানা যায়, শনিবার দিবাগত রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে কোন একসময় সুরকুম আলী ঘরের পিছনের দরজা দিয়ে বের হয়ে বাড়ির পূর্ব দিকে খড়ের ঘরে মাড়ইলের সাথে নাইলনের রশি গলায় প্যাঁচিয়ে আত্মহত্যা করেন। সকালে তার ঝুলন্ত লাশ দেখে দোয়ারাবাজার থানায় থানায় সংবাদ দেয়া হয়।
দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, সংবাদ পেয়ে থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে ।
আত্মহত্যার কারন জানা যায়নি।