Dhaka 10:40 pm, Friday, 4 April 2025

ধর্মপাশায় কৃষি জমি নষ্ট করে অবৈধ মাটি উত্তোলন, দুজনের কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : 08:31:31 am, Sunday, 16 February 2025
  • 55 Time View

 

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

 

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ভাটগাঁও গ্রামের সামনে থাকা কৃষিজমি বিনষ্ট করে অ্যাক্সেভেটর দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে দুই ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযানে এই সাজা প্রদান করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ অনুযায়ী আপন সরকার (২২) নামে এক ব্যক্তিকে ৫ দিনের ও মৌলা মিয়া (৪৪) নামে অপর এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। অভিযানে একটি অ্যাক্সেভেটর ও একটি লরি জব্দ করা হয়েছে।

 

আপন সরকারের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হালিতলা গ্রামে এবং মৌলা মিয়ার বাড়ি ধর্মপাশার ভাটগাঁও গ্রামে।

 

ধর্মপাশা থানার এসআই বাবলু রহমান খান বলেন, “ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক মেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তিকে কারাগারে পাঠানো হবে।”

 

ইউএনও জনি রায় জানান, “অভিযুক্তরা কৃষিজমি বিনষ্ট করে অ্যাক্সেভেটর দিয়ে মাটি উত্তোলন ও বিক্রির কথা স্বীকার করেছেন। এজন্য তাদের পৃথক মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এছাড়া জব্দকৃত অ্যাক্সেভেটর ও লরি স্থানীয় এক ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কিশোরগঞ্জে বিভিন্ন কোম্পানির প্রলোভনে দিনে দিনে বেড়েই চলেছে তামাক চাষ

ধর্মপাশায় কৃষি জমি নষ্ট করে অবৈধ মাটি উত্তোলন, দুজনের কারাদণ্ড

Update Time : 08:31:31 am, Sunday, 16 February 2025

 

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

 

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ভাটগাঁও গ্রামের সামনে থাকা কৃষিজমি বিনষ্ট করে অ্যাক্সেভেটর দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে দুই ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযানে এই সাজা প্রদান করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ অনুযায়ী আপন সরকার (২২) নামে এক ব্যক্তিকে ৫ দিনের ও মৌলা মিয়া (৪৪) নামে অপর এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। অভিযানে একটি অ্যাক্সেভেটর ও একটি লরি জব্দ করা হয়েছে।

 

আপন সরকারের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হালিতলা গ্রামে এবং মৌলা মিয়ার বাড়ি ধর্মপাশার ভাটগাঁও গ্রামে।

 

ধর্মপাশা থানার এসআই বাবলু রহমান খান বলেন, “ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক মেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তিকে কারাগারে পাঠানো হবে।”

 

ইউএনও জনি রায় জানান, “অভিযুক্তরা কৃষিজমি বিনষ্ট করে অ্যাক্সেভেটর দিয়ে মাটি উত্তোলন ও বিক্রির কথা স্বীকার করেছেন। এজন্য তাদের পৃথক মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এছাড়া জব্দকৃত অ্যাক্সেভেটর ও লরি স্থানীয় এক ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”