সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন মোখলেছুর রহমান আকন্দ। ছাতক থানার ওসি মোঃ গোলাম কিবরিয়া হাসানকে সিলেট রেঞ্জ থেকে খুলনা রেঞ্জে বদলি করা হয়। গত ৫ ফেব্রুয়ারি বুধবার পুলিশ হেডকোয়ার্টারের আদেশে মোঃ গোলাম কিবরিয়া হাসানকে বদলি করা হয়েছে। আদেশে আগামি ১৫ ফেব্রুয়ারির মধ্যে ছাড়পত্র গ্রহনের নির্দেশ দেয়া হয়। এদিকে বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি বিকেলে ছাতক থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোখলেছুর রহমান আকন্দ। জেলার জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জের দায়িত্বে ছিলেন তিনি।জগন্নাথপুর থানা থেকে বদলি হয়ে সুনামগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত হন। আজ বৃহস্পতিবার ছাতক থানায় এসে যোগদান করেন তিনি। ওসি মোখলেছুর রহমান আকন্দ গত ২১ সেপ্টেম্বর ২০২৪ ইং জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন। জগ্ননাথপুর থানায় যোগদানের আগে সুনামগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে তিনি কর্মরত ছিলেন ।