ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশীদকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় অতিরঞ্জিত সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ।
দোয়ারাবাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ বলেন, গতকাল (১২ ফেব্রুয়ারি) বিকালে দোয়ারাবাজার থানার সামনে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হয়েছে। যারা এই ভিডিওটি দেখেছেন তাদের বুঝতে বাকি নাই যে, ভিডিওটির সাথে বাস্তবতার কোনো মিল নেই। এই ঘটনাকে ঘিরে অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করায় আমি হতবাক ও মর্মাহত হয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কেউ অশালিন শব্দ চয়নে যে কারো ভাবমূর্তি নষ্ট করার জন্য যা খুশি তাই লিখতে পারে। তাদের জানা উচিত এই লেখার কারণে সোনা কখনো তামা হবেনা, আর কয়লা কখনো সোনা হবেনা। আমি সুরমা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে আমি এই ইউনিয়নের অভিভাবক। আমি এমন কোনো কাজ করতে পারিনা যে কারণে আমার সম্মানিত ভোটাররা লজ্জিত বা অপমানিত বোধ করবেন। এই কারণে অভিভাবক হিসেবে আমার ইউনিয়নের গঠিত সমস্যাটি সম্মানজনক ভাবে মিমাংসা করেছি। ফলে ষড়যন্ত্রকারী ঘষেটি বেগমরা ব্যর্থ হয়েছেন। যুগে যুগে তারা ছিলেন, আছেন এবং থাকবেন কিন্তু সফল হননি। যারা অতিরঞ্জিত লেখালেখি করে একটি সংকট সৃষ্টির অশুভ পাঁয়তারা করেছিলেন তাদের এই হীন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং ভবিষ্যতে এধরণের কর্মকান্ড থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছি।##
সংবাদ শিরোনাম :
অতিরঞ্জিত সংবাদ পরিবেশনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সুরমা ইউপি চেয়ারম্যান হারুন
-
Reporter Name
- Update Time : 12:19:07 pm, Thursday, 13 February 2025
- 77 Time View
Tag :