হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
জগন্নাথপুরের বালিকান্দী আটপাড়া সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে বার্ষিক ইসলামী সুন্নী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বালিকান্দী আটপাড়া সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে ৩ রা ফেব্রুয়ারী রোজ সোমবার সকাল ১১ ঘটিকার সময় অত্র মাদ্রাসা প্রাঙ্গণে ইসলামী সুন্নী মহাসম্মেলন শুরু হয়ে মধ্য রাতে সম্পন্ন হয়েছে। বালিকান্দী গ্রামের বিশিষ্ট মুরব্বী কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, বালিকান্দী আটপাড়া সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি ডাঃ মিজানুর রহমান, আব্দুল মালিক, বালিকান্দী গ্রামের বিশিষ্ট মুরব্বী ইউনূছ আলী, বালিকান্দী গ্রামের বিশিষ্ট মুরব্বী মোঃ জমির আলী, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মোঃ ক্বারী লিয়াকত আলী ও বিশিষ্ট সমাজ সেবক ব্যাংকার মোঃ তালিমুল ইসলাম এর সভাপতিত্বে ও বালিকান্দী আটপাড়া সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মোঃ সোলাইমান হেকিম সিকদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত ইসলামী সুন্নী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে পবিত্র কোরান এর আলোকে বয়ান পেশ করেন, উস্তাদুল মুহাদিসিন ওয়াল হযরত আল্লামা কমর উদ্দীন চৌধুরী সাহেবজাদায়ে ফুলতলী।
প্রধান বক্তা হিসেবে পবিত্র কোরান এর আলোকে বয়ান পেশ করেন, হযরত মাওলানা নোমানুর রশীদ তরফদার নোমানী।
বিশেষ অতিথি হিসেবে পবিত্র কোরান এর আলোকে বয়ান পেশ করেন, শাইরে আলা হযরত মাওলানা সাজ্জাদুর রহমান নকিবী।
আমন্ত্রিত অতিথি হিসেবে পবিত্র কোরান এর আলোকে বয়ান পেশ করেন, হযরত মাওলানা আব্দুল জলিল জালালী, হযরত মাওলানা মোঃ জমির আহমদ, হযরত মওলানা মোঃ আনোয়ার হোসেন, হযরত মাওলানা আলী হায়দার, হযরত মাওলানা নাছির উদ্দীন, হযরত মাওলানা কবির আহমদ, হযরত মাওলানা মুফতী আবু সাঈদ সৈয়দ, হযরত মাওলানা আব্দুল লতিফ লতিফি,হযরত মাওলানা শামীম আহমদ চৌধুরী ও হাফিজ নুরুজ্জামান হোসেন।
এতে উপস্থিত ছিলেন, ধর্মপ্রাণ সহস্রাধিক মুসল্লীয়ামে কেরাম।