হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে বন্যার্ত পরিবার এর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী বিতরন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বন্যার্ত মানুষকে সহায়তা করার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে ৪ ঠা জুলাই রোজ বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন এর অন্তর্ভুক্ত কুশিয়ারা উচ্চ বিদ্যালয়, কুশিয়ারা উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবন, মা ফাতেমা দাখিল মাদ্রাসা ও আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় গ্রহণকারী বন্যার্ত পরিবার এর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-বশিরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা সা-আদ, জগন্নাথপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন ভূ্ঁইয়া, পাইলগাও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সদস্য বৃন্দ সহ স্থানীয় লোকজন।
ত্রান সামগ্রী বিতরনকালে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী জগন্নাথপুর উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির খোঁজ- খবর নিয়েছেন।