হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে পৃথক মামলার আসামী আমীর (২৩),রাহি(২৩),সরদার (২৯)ও শেলিম(২৪) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই রফিজুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন এর অন্তর্ভুক্ত গন্ধর্বপুর গ্রাম নিবাসী দাইম উল্লাহর ছেলে জগন্নাথপুর থানার মামলা নং-১১ তারিখ-২৩/১০/২০২৪ইং ধারা- ৩৭৯ পেনাল কোড এর এজাহারনামীয় আসামী মোঃ আমির আলী(২৩), একই মামলার আসামী একই উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন এর অন্তর্ভুক্ত ঘোষগাঁও গ্রাম নিবাসী আনাই মিয়ার ছেলে রাহিনুর ওরফে রাহি(২৩), মাদারীপুর জেলার কালনী উপজেলাধীন চরডেঙ্গামারা গ্রাম নিবাসী সাহারুল সরকার এর ছেলে জগন্নাথপুর থানার নন-এফআইআর প্রসিকিউশন নং-৮২/২৪ তারিখ- ২৩/১০/২৪ইং ধারা- ফৌজদারি কার্যবিধি ১০৯ এর আসামী সজল সরদার(২৯) ও সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দর্গাপাশা ইউনিয়ন এর অন্তর্ভুক্ত বুরুমপুর গ্রাম নিবাসী জমির আলীর ছেলে সেলিম মিয়া(২৪)কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২৩ শে অক্টোবর রোজ বুধবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আখন্দ এই বিষয় এর সত্যতা নিশ্চিত করেছেন।