Dhaka 12:39 pm, Thursday, 21 November 2024

দিরাইয়ের আকিলনগরে বেসরকারী প্রা. বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন চেয়ারম্যান একরার হোসেন

 

এস এম উমেদ আলী//

প্রাথমিক বিদ্যালয় না থাকায় দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের আকিলনগর ও আনন্দনগর দুটি গ্রামের শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল যুগের পর যুগ।
বাড়ী থেকে বিদ্যালয়ের দুরত্ব বেশি হওয়ায় শিশুরা স্কুলে যেতে চায় না, ফলে এসব শিশুদের ভবিষ্যৎ নিয়ে শংকায় ছিলেন অভিভাবকরা।
দীর্ঘ প্রতিক্ষার পর গ্রামবাসীরউদ্দোগে ২৮ শে অক্টোবর রোজ সোমবার আকিলনগর -আনন্দনগর নতুন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন ৯নং কুলঞ্জ ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান মোঃ একরার হোসেন একরার!
উদ্বোধন কালে চেয়ারম্যান একরার হোসেন একরার বলেন,দুটি গ্রামে যুগ যুগ ধরে কোনো স্কুল নেই। ফলে শিক্ষা থেকে বঞ্চিত ছিল শিশুরা।বাচ্চাদের জন্য একটি প্রাথমিক বিদ্যালয় খুবই প্রয়োজন ছিল।
দুটি গ্রামের যুগান্তকারী পদক্ষেপে আজ নতুন স্কুলের ভিত্তি প্রস্তর হল। আমি সর্বাত্মক প্রচেষ্টা করব স্কুলের জন্য,যাতে শিশুরা ভালো করে পড়ালেখা করতে পারে।কোমলমতি শিশুরা নতুন স্কুলে পড়ালেখা করার স্বপ্ন দেখছে। শিশুদের চোখে মুখে নতুন দিনের হাতছানি!
স্কুলের ভূমি দাতা হাতিয়া সৈয়দ বাড়ীর লন্ডন প্রবাসী আলহাজ সৈয়দ মোঃ চান্দ আলী। সার্বিক অর্থায়নে দুবাই প্রবাসী মোঃ মইনুল হক।

 

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Janatar Kantha

দিরাইয়ে সামাজিক শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ইমামদের করণীয় শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত

দিরাইয়ের আকিলনগরে বেসরকারী প্রা. বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন চেয়ারম্যান একরার হোসেন

Update Time : 01:57:18 pm, Monday, 28 October 2024

 

এস এম উমেদ আলী//

প্রাথমিক বিদ্যালয় না থাকায় দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের আকিলনগর ও আনন্দনগর দুটি গ্রামের শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল যুগের পর যুগ।
বাড়ী থেকে বিদ্যালয়ের দুরত্ব বেশি হওয়ায় শিশুরা স্কুলে যেতে চায় না, ফলে এসব শিশুদের ভবিষ্যৎ নিয়ে শংকায় ছিলেন অভিভাবকরা।
দীর্ঘ প্রতিক্ষার পর গ্রামবাসীরউদ্দোগে ২৮ শে অক্টোবর রোজ সোমবার আকিলনগর -আনন্দনগর নতুন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন ৯নং কুলঞ্জ ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান মোঃ একরার হোসেন একরার!
উদ্বোধন কালে চেয়ারম্যান একরার হোসেন একরার বলেন,দুটি গ্রামে যুগ যুগ ধরে কোনো স্কুল নেই। ফলে শিক্ষা থেকে বঞ্চিত ছিল শিশুরা।বাচ্চাদের জন্য একটি প্রাথমিক বিদ্যালয় খুবই প্রয়োজন ছিল।
দুটি গ্রামের যুগান্তকারী পদক্ষেপে আজ নতুন স্কুলের ভিত্তি প্রস্তর হল। আমি সর্বাত্মক প্রচেষ্টা করব স্কুলের জন্য,যাতে শিশুরা ভালো করে পড়ালেখা করতে পারে।কোমলমতি শিশুরা নতুন স্কুলে পড়ালেখা করার স্বপ্ন দেখছে। শিশুদের চোখে মুখে নতুন দিনের হাতছানি!
স্কুলের ভূমি দাতা হাতিয়া সৈয়দ বাড়ীর লন্ডন প্রবাসী আলহাজ সৈয়দ মোঃ চান্দ আলী। সার্বিক অর্থায়নে দুবাই প্রবাসী মোঃ মইনুল হক।