নীলফামারী প্রতিনিধি:
নেপালের সাথে বাংলাদেশের বন্ধুত্ব বহুদিনের। সেই লক্ষ নিয়ে ট্যুরিজম সেক্টর,মেডিক্যাল এডমিশন ও ইন্ডাস্ট্রি খাতকে আরও বড় পরিসরে বাংলাদেশের সঙ্গে কিভাবে কাজ করা যায় ভিবিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন নেপালের জনাকপুর মদেস প্রদেশের শিল্প,বানিজ্য ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রি জনাব শাকিল মিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের এফোর্ট ইন্টারনেশনাল এর
কর্নধার জনাব বেলাল হোসাইন। যিনি দির্ঘ এগারো বছর ধরে মেডিকেল এডমিশন নিয়ে কাজ করে যাচ্ছেন। নেপালের শিল্প,বানিজ্য ও
পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী বলেন বাংলাদেশে যে সকল ছাত্র ছাত্রী নেপাল থেকে পড়তে যায় বাংলাদেশে খুব ভালো করে পড়ায় এবং খুব যত্নের সাথে থাকে এবং MBBS পাশ করে নেপালে ফিরে আসে তারা সুনামের সাথে নেপালের ভিবিন্ন হাসপাতালে কাজ করছে। বাংলাদেশ থেকে যে সকল ভ্রমণ পিপাসু নেপালে আসছে তাদের কে নেপাল সরকার অন এরাইভাল ভিসা দিয়ে সহজেই নেপাল ঘুরে দেখার সুযোগ করে দিয়েছে। নেপালে ভ্রমণকারীরা যথেষ্ট সিকিউর ভাবে ঘুরছে কোনো প্রকার হয়রানির শিকার হওয়া লাগে না। সে বিষয়গুলোতে নেপাল সরকার খুব সতর্ক সব সময়।সেই সাথে তিনি আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশের সাথে গার্মেন্ট শিল্প সহ ভিবিন্ন ব্যবসা বানিজ্য নিয়ে ভবিষ্যতে আরও বেশি সু সম্পর্ক বজায় থাকবে দুদেশের মধ্যেই। নেপালের জনাকপুর মদেশ প্রদেশের শিল্প,বানিজ্য ও
পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী কে বাংলাদেশ এ আমন্ত্রণ জানান এফোর্ট ইন্টারনেশনাল এর কর্নধার বেলাল হুসাইন। বেলাল হোসেন আসলেই একজন বড় উদার মনের মানুষ বাংলাদেশও তার বিশেষ অবদান রয়েছে দেশের বিভিন্ন জেলা উপজেলায় তার শাখা ভিত্তিক কার্যক্রম চালু রয়েছে সেখান থেকে অবহেলিত নির্যাতিত সাধারণ শিক্ষার্থীরা তেনার মাধ্যমে সুযোগ পাচ্ছে বাইরে পড়ালেখা করার জন্য। শুধু তাই নয় বাংলাদেশের ভ্রমণ পিপাসুরা যেমন বিদেশে যাবে ঘুরার জন্য ঠিক তেমনি ভাবে বাংলাদেশে বিদেশি টুরিস্ট আনা যায় তা নিয়েও কাজ করে যাচ্ছেন তিনি বেলাল হোসেন।