Dhaka 5:48 am, Friday, 4 October 2024

দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে চোরাই মোটর সাইকেলসহ গ্রেফতার ৬ ডাকাত

  • Reporter Name
  • Update Time : 01:39:30 pm, Monday, 15 July 2024
  • 185 Time View

 

জনতার কণ্ঠ ডেস্কঃ

দিরাই থানা পুলিশের বিশেষ অভিযানে দিরাইয়ের বিভিন্ন স্থানে ১৪ জুলাই রাতে অভিযান পরিচালনা করে ডাকাতি ও চুরি মামলার ৬ আসামিকে গ্রেফতার করে দিরাই থানা পুলিশ!

দিরাই থানাধীন কাইমা এলাকা হতে গ্রেফতার করা হয় ডাকাতিসহ একাধিক মামলার আসামী মোঃ সুজন আহমদ সেবুল (৩৩) সে বিশ্বনাথের বৈরাগীরগাঁও গ্রামের হাছন খানের ছেলে।গ্রেফতারের পরে জিজ্ঞাসাবাদে তার নিকট থেকে প্রাপ্ত স্বীকারোক্তি মোতাবেক দিরাই থানাধীন কাইমা এলাকা থেকে সিলেট জেলার গোয়াইনঘাট থানা এলাকা হতে চুরি যাওয়া একটি নীল রংয়ের ১৫০ সিসির পালসার মোটর সাইকেল যাহার রেজি নং-সিলেট মেট্টো- ল- ১১-৩২১২ উদ্ধার করা হয়। পৃথক অভিযানে ০১টি ডাকাতি, ০৭টি চুরি, ০১টি জুয়া ও অন্যান্য ধারায় ০১টি মামলা সহ মোট ১০টি মামলার আসামী দিরাই পৌরসভার ভরারগাও গ্রামের মৃত ওয়াকিব উল্ল্যার ছেলে
রহিবুল(৪৪) কে দিরাই থানাধীন ভরারগাঁও এলাকা হতে গ্রেফতার করা হয়। অপর একটি অভিযানে ০২টি রেঞ্চ, ০১টি তালা ভাঙ্গার যন্ত্র, ০১টি হেমারসহ জনি পাল (২২)পিতা-স্বপন পাল ও স্বপন মিয়া (২৩), পিতা-মতিন মিয়া, উভয় সাং-হাইস্কুল রোড, এবং রনি বিশ্বাস (২৫) পিতা- মৃত মনিন্দ্র বিশ্বাস, সাং-দৌওজ, প্রকাশ বিশ্বাস (২২), পিতা-মৃত আনন্দ বিশ্বাস, সাং-হারানপুর, সর্ব দিরাই পৌরসভা, তাদেরকে দিরাই টু সুনামগঞ্জ রোড হতে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীদেরকে সুনামগঞ্জ জেলার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দীন চৌধুরী।

 

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Janatar Kantha

দিরাইয়ে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন মাওঃ সুহেল আহমদ

দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে চোরাই মোটর সাইকেলসহ গ্রেফতার ৬ ডাকাত

Update Time : 01:39:30 pm, Monday, 15 July 2024

 

জনতার কণ্ঠ ডেস্কঃ

দিরাই থানা পুলিশের বিশেষ অভিযানে দিরাইয়ের বিভিন্ন স্থানে ১৪ জুলাই রাতে অভিযান পরিচালনা করে ডাকাতি ও চুরি মামলার ৬ আসামিকে গ্রেফতার করে দিরাই থানা পুলিশ!

দিরাই থানাধীন কাইমা এলাকা হতে গ্রেফতার করা হয় ডাকাতিসহ একাধিক মামলার আসামী মোঃ সুজন আহমদ সেবুল (৩৩) সে বিশ্বনাথের বৈরাগীরগাঁও গ্রামের হাছন খানের ছেলে।গ্রেফতারের পরে জিজ্ঞাসাবাদে তার নিকট থেকে প্রাপ্ত স্বীকারোক্তি মোতাবেক দিরাই থানাধীন কাইমা এলাকা থেকে সিলেট জেলার গোয়াইনঘাট থানা এলাকা হতে চুরি যাওয়া একটি নীল রংয়ের ১৫০ সিসির পালসার মোটর সাইকেল যাহার রেজি নং-সিলেট মেট্টো- ল- ১১-৩২১২ উদ্ধার করা হয়। পৃথক অভিযানে ০১টি ডাকাতি, ০৭টি চুরি, ০১টি জুয়া ও অন্যান্য ধারায় ০১টি মামলা সহ মোট ১০টি মামলার আসামী দিরাই পৌরসভার ভরারগাও গ্রামের মৃত ওয়াকিব উল্ল্যার ছেলে
রহিবুল(৪৪) কে দিরাই থানাধীন ভরারগাঁও এলাকা হতে গ্রেফতার করা হয়। অপর একটি অভিযানে ০২টি রেঞ্চ, ০১টি তালা ভাঙ্গার যন্ত্র, ০১টি হেমারসহ জনি পাল (২২)পিতা-স্বপন পাল ও স্বপন মিয়া (২৩), পিতা-মতিন মিয়া, উভয় সাং-হাইস্কুল রোড, এবং রনি বিশ্বাস (২৫) পিতা- মৃত মনিন্দ্র বিশ্বাস, সাং-দৌওজ, প্রকাশ বিশ্বাস (২২), পিতা-মৃত আনন্দ বিশ্বাস, সাং-হারানপুর, সর্ব দিরাই পৌরসভা, তাদেরকে দিরাই টু সুনামগঞ্জ রোড হতে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীদেরকে সুনামগঞ্জ জেলার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দীন চৌধুরী।