(নীলফামারী প্রতিনিধিঃ)
উপজেলার সদর ইউনিয়নে কুটিরডাঙ্গা গ্রামের মৃত কচির উদ্দিনের ছেলে আনিসুর রহমান (৪০) গত ১৮/৯/২৪ তারিখে নীলফামারীর আমলী আদালতে দায়েরকৃত সন্ত্রাসী, চাঁদাবাজি, দাঙ্গাবাজি ও লুটতরাজের মামলায় জড়িত থাকার অভিযোগে নীলফামারীর ডিমলা উপজেলায় স্বাধীন ইসলাম (২৫) নামে এক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশব্যাপী চালানো অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার খগাখরিবাড়ি ইউনিয়নের খগারহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত স্বাধীন ইসলাম খগাখরিবাড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের খগাখরিবাড়ি (পানবেচাটারী) এলাকার আব্দুল করিম মিয়ার ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ইউনিয়ন ছাত্রলীগ যুগ্ন-আহ্বায়ক।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে এলাহী বলেন, কুটিরডাঙ্গা এলাকার আনিছুর রহমানের দায়েরকৃত সন্ত্রাসী, চাঁদাবাজি, দাঙ্গাবাজি ও লুটপাটের মামলায় জড়িত থাকার অভিযোগে স্বাধীন ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।