Dhaka 5:23 pm, Wednesday, 12 March 2025

অবৈধভাবে বিল সেচ, বাধা দেওয়ায় কৃষক আহত ;

  • Reporter Name
  • Update Time : 09:49:40 am, Saturday, 22 February 2025
  • 32 Time View

 

অনুপ তালুকদার মধ্যনগর উপজেলা প্রতিনিধি ;

 

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের নানুয়া দশপাশা ও পাশুয়া হারুয়া বিলে অবৈধভাবে সেলো মেশিন ব্যবহার করে বিল শুকানোর কাজে বাধা দেওয়ায় আতিক ইকবাল (৪০) নামে এক কৃষককে মারধরের অভিযোগ উঠেছে।

 

শুক্রবার সন্ধ্যায় ভুক্তভোগী আতিক ইকবাল মধ্যনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, মোঃ মুক্তার হোসেন, মোঃ গোলাম মৌলা, মোঃ আক্তার হোসেন, মোঃ তুষার মিয়া, মোঃ গোলাম মোস্তফা, মোঃ কাবিরুল ইসলাম ও মোঃ অলিনুর রহমান মিলে তাকে বেধড়ক মারধর করে।

 

ভুক্তভোগী আতিক ইকবাল ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের স্বরসতীপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে। অভিযুক্তরা একই গ্রামের বাসিন্দা।

 

আতিক ইকবাল জানান, “ইজারাদাররা কয়েকদিন ধরে রাতে সেলো মেশিন চালিয়ে বিল শুকিয়ে মাছ ধরছে। এতে ফসলের মৌসুমে জমিতে পানির সংকট তৈরি হবে। আমি বিষয়টি জেলা প্রশাসককে জানালে তিনি প্রমাণস্বরূপ কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করতে বলেন। ছবি তুলতে গেলে অভিযুক্তরা আমার মোবাইল কেড়ে নেয় ও গালাগাল করে। একপর্যায়ে তারা আমাকে মারধর করে।”

 

অভিযুক্ত গোলাম মাওলা বলেন, “আতিক ইকবাল ভিডিও করায় আমার ভাতিজা মুক্তার হোসেন তার মোবাইল ছিনিয়ে নেয়, তবে পরে তা ফেরত দেওয়া হয়। কথা-কাটাকাটি হয়েছে, হাতাহাতিও হয়েছে, তবে মারামারি হয়নি।”

 

স্বরসতীপুর গ্রামের বাসিন্দা মাওলানা মোজাম্মেল হক বলেন, “এরা দীর্ঘদিন ধরে সিন্ডিকেট তৈরি করে এ ধরনের কাজ করছে। আমরা সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি চাই, যেন ভবিষ্যতে আর কেউ এভাবে বিল শুকিয়ে ফসলের ক্ষতি করতে না পারে।”

 

এ বিষয়ে মধ্যনগর উপজেলার ইউনিয়ন তহসীলদার গোলাম সারোয়ার বলেন, “আমি মাঠ পর্যায়ে পুলিশের উপস্থিতিতে দুটি সেলো মেশিন জব্দ করে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রেখে আসি।”

 

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমান বলেন, “আমরা সন্ধ্যায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। খুব শিগগিরই তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

এ বিষয়ে মধ্যনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাংলা উচ্চারণ ও অর্থসহ দোয়া কুনুত

অবৈধভাবে বিল সেচ, বাধা দেওয়ায় কৃষক আহত ;

Update Time : 09:49:40 am, Saturday, 22 February 2025

 

অনুপ তালুকদার মধ্যনগর উপজেলা প্রতিনিধি ;

 

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের নানুয়া দশপাশা ও পাশুয়া হারুয়া বিলে অবৈধভাবে সেলো মেশিন ব্যবহার করে বিল শুকানোর কাজে বাধা দেওয়ায় আতিক ইকবাল (৪০) নামে এক কৃষককে মারধরের অভিযোগ উঠেছে।

 

শুক্রবার সন্ধ্যায় ভুক্তভোগী আতিক ইকবাল মধ্যনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, মোঃ মুক্তার হোসেন, মোঃ গোলাম মৌলা, মোঃ আক্তার হোসেন, মোঃ তুষার মিয়া, মোঃ গোলাম মোস্তফা, মোঃ কাবিরুল ইসলাম ও মোঃ অলিনুর রহমান মিলে তাকে বেধড়ক মারধর করে।

 

ভুক্তভোগী আতিক ইকবাল ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের স্বরসতীপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে। অভিযুক্তরা একই গ্রামের বাসিন্দা।

 

আতিক ইকবাল জানান, “ইজারাদাররা কয়েকদিন ধরে রাতে সেলো মেশিন চালিয়ে বিল শুকিয়ে মাছ ধরছে। এতে ফসলের মৌসুমে জমিতে পানির সংকট তৈরি হবে। আমি বিষয়টি জেলা প্রশাসককে জানালে তিনি প্রমাণস্বরূপ কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করতে বলেন। ছবি তুলতে গেলে অভিযুক্তরা আমার মোবাইল কেড়ে নেয় ও গালাগাল করে। একপর্যায়ে তারা আমাকে মারধর করে।”

 

অভিযুক্ত গোলাম মাওলা বলেন, “আতিক ইকবাল ভিডিও করায় আমার ভাতিজা মুক্তার হোসেন তার মোবাইল ছিনিয়ে নেয়, তবে পরে তা ফেরত দেওয়া হয়। কথা-কাটাকাটি হয়েছে, হাতাহাতিও হয়েছে, তবে মারামারি হয়নি।”

 

স্বরসতীপুর গ্রামের বাসিন্দা মাওলানা মোজাম্মেল হক বলেন, “এরা দীর্ঘদিন ধরে সিন্ডিকেট তৈরি করে এ ধরনের কাজ করছে। আমরা সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি চাই, যেন ভবিষ্যতে আর কেউ এভাবে বিল শুকিয়ে ফসলের ক্ষতি করতে না পারে।”

 

এ বিষয়ে মধ্যনগর উপজেলার ইউনিয়ন তহসীলদার গোলাম সারোয়ার বলেন, “আমি মাঠ পর্যায়ে পুলিশের উপস্থিতিতে দুটি সেলো মেশিন জব্দ করে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রেখে আসি।”

 

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমান বলেন, “আমরা সন্ধ্যায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। খুব শিগগিরই তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

এ বিষয়ে মধ্যনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।