নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীর জলঢাকা থানা থেকে চুরি হওয়া অটো ভ্যান ডিমলা থেকে উদ্ধার করেছে জলঢাকা থানা পুলিশ।
থানা সূত্রে জানাযায় শনিবার রাতে জলঢাকা থানার সামন থেকে চুরি হয় একটি অটোভ্যান। এই অভিযোগ পাওয়ার পর থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন এর দিক নির্দেশনায় পুলিশের একটি টিম জলঢাকার ডালিয়া সড়কে অভিযান চালিয়ে রাতেই চোর আবেদ কে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাকে জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করে। রবিবার সকালে তাকে সাথে নিয়ে তার দেওয়া তথ্যঅনুযায়ী জেলার ডিমলা উপজেলায় অভিযান চালিয়ে চুরি হওয়া ভ্যানটি উদ্ধার সহ আরো ২ চোর কে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে তাদের কোর্টের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
নাম না বলার শর্তে চুরি হওয়া ভ্যানের মালিক বলেন, গতকাল শনিবার রাতে আমি জলঢাকা থানার সামনে সড়কে ভ্যানটি রেখে থানার ভিতরে এশার নামাজ পড়তে যাই, নামাজ শেষ করে বাহিরে এসে দেখি ভ্যানটি নেই অনেক খোঁজা খুজি করার পরও যখন ভ্যানটি পেলাম না তখন থানার গেটে থাকা সিসি টিভি ফুটেজ ওসি স্যার কে দেখতে বললে তিনি সিসিটিভি ফুটেজ দেখে আমাকে একটি চুরি মামলা দিতে বলে তখন আমি তাৎক্ষণিক একটি চুরি মামলা দায়ের করি। মামলা দায়ের করার পর ওসি স্যার একটি দক্ষ পুলিশ টিমকে মাঠে নামিয়ে দেন ভ্যানটি উদ্ধারের জন্য।
পরে পুলিশ স্যারেরা আমার চুরি হওয়া ভ্যানটি উদ্ধার করে
আজ রবিবার আমার হাতে তুলে দেয়।
এবিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন বলেন গতকাল শনিবার রাতে ভুক্তভোগীর ভ্যানটি নামাজ পড়ার সময় চুরি হয়ে গেলে তিনি বিভিন্ন স্থানে খোজা খুজি করে না পেলে থানায় এসে সিসিটিভি ফুটেজ দেখতে বললে আমরা তখন সিসিটিভি ফুটেজ দেখে চোর এবং চুরি যাওয়া ভ্যানটি সনাক্ত করি এবং ভ্যান উদ্ধার ও চোর কে আটকের জন্য পুলিশের একটি টিম কে নির্দেশ প্রদান করলে তারা ভ্যান চোর কে আটক করা হয়। পরে চোর আবেদকে জিজ্ঞেস করলে সে ডিমলায় ভ্যানটি বিক্রি করেছে বলে জানান। রবিবার চোর আবেদ কে সাথে নিয়ে ভ্যানটি উদ্ধারের জন্য
পুলিশের একটি টিম ডিমলা উপজেলায় তার দেখানো স্থানে অভিযান চালিয়ে আরো ২ জন চোর সহ চুরি যাওয়া ভ্যানটি উদ্ধার করতে সক্ষম হই।