মোঃমশিয়ার রহমান ,নীলফামারী প্রতিনিধি
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শ্লোগান কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় উপজেলা প্রসাশন আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুম তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাস্টার, বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন, প্রানী সম্পদ কর্মকর্তা সুমী বেগম,সহ কর্মকর্তা বৃন্দ। পরে অতিথি বৃন্দ বিভিন্ন প্রতিয়োগিয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।