দিরাই প্রতিনিধিঃ
দিরাই সাংবাদিক ইউনিয়নের উদ্দোগে
হাওর রক্ষা বাঁধের কাজে অনিয়ম ও ফ্যাসিস্ট সরকারের দুর্নীতিবাজদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে!
মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিবাদ ও তাদের দোসর, দুষ্কৃতিকারী, নৈরাজ্য সৃষ্টিকারী ও সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
দিরাইয়ে হাওররক্ষা বাঁধ নির্মাণ কাজে অনিয়ম দুর্নীতির কথা শোনা যাচ্ছে।
বেড়িবাঁধ কাজে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, বেড়িবাঁধের কাজে যে কোনো ধরণের অনিয়ম প্রমাণিত হলে তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবেনা। আইনের আওতায় নিয়ে আসতে হবে।
রবিবার বিকাল ৪ ঘটিকায় দিরাই থানা পয়েন্টে দিরাই সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মোঃ বদরুজ্জামান বদরুল’র সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ উমেদ আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন
সুনামগঞ্জ জেলা জেএসডির সাধারণ সম্পাদক কমরেড মোজাম্মিল হক,
দিরাই উপজেলা জমিয়তের যুগ্ন সাধারণ সম্পাদক মাওঃ আবিদুর রহমান,কারা নির্যাতিত মাওঃ হেলাল উদ্দিন, ছাত্রনেতা উবায়দুল্লাহ তাহমিদ,বৈষম্য বিরুধী আন্দোলনে আহত ছাত্র নেতা আতাহার আলী,
দৈনিক সোনালি কণ্ঠের জেলা প্রতিনিধি মওদুদ আহমেদ,দৈনিক তৃতীয় মাত্রা সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নাইম তালুকদার,দিরাই সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক কমিটির সদস্য গোলাম জিলানী
রাজী মিডিয়ার পরিচালক আব্দুল্লাহ রাজী,ছাত্র নেতা মোশতাক আহমদ, দৈনিক যায়যায় কালের দিরাই উপজেলা প্রতিনিধি ওয়াসিম কবীর
সিলেটের সমাচার পত্রিকার আলোকচিত্রী মিজান তালুকদার প্রমুখ!