মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের মধ্যনগরে রাসেলস ভাইপার ভেবে বিরল প্রজাতির এক অজগর সাপকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২ জুলাই) বেলা আড়াইটার দিকে উপজেলার রংচী গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন জেলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মাহমুদুল হক খান।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের রংচী গ্রামের পাকা ব্রীজ সংলগ্ন একটি করচ গাছে কয়েকজন শিশু দেখতে পায় সাপটিকে।
পরে শিশুরা স্থানীয়দের খবর দিলে বিষধর রাসেলস ভাইপার ভেবে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন তারা। এ ঘটনা জানাজানি হলে মুহূর্তেই স্থানীয়দের মধ্যে রাসেলস ভাইপার আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মৃত সাপটি অজগর বলে শনাক্ত হলে স্থানীয়দের আতঙ্ক কেটে যায়।
স্থানীয় সাংবাদিক ও পরিবেশ কর্মী অমিত হাসান বলেন, এটি একটি বিলুপ্ত প্রায় দেশীয় জাতের অজগর। এটি লেজী অজগর নামেও পরিচিত। আমাদের দেশে এটি প্রায় বিলুপ্তির পথে। এটি একটি নিরীহ প্রজাতির সাপ। সাধারণত ইঁদুর, ব্যাঙ ও ছোট ছোট প্রাণীদের সরাসরি গিলে খায়।এরা মানুষের কোনো ক্ষতি করে না।
জেলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মাহমুদুল হক খান বলেন, ‘অজগর একটি নির্বিষ সাপ। অজগর সাপকে রাসেলস ভাইপার ভেবে পিটিয়ে হত্যা করেছেন যারা,তারা দণ্ডনীয় অপরাধ করেছেন। রাসেলস ভাইপার সাপ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে প্রচারণা চালিয়েছি।’
সংবাদ শিরোনাম :
- Home
- Uncategorized, অন্যান্য, অর্থনীতি, আজকের গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক, উপজেলার সংবাদ, খুলনা, খেলার খবর, চট্টগ্রাম, চাকরির খবর, জাতীয়, ঢাকা, দুর্ঘটনা, ধর্ম পাতা, বরিশাল, বাণিজ্য, বিনোদন, মতামত, ময়মনসিংহ, মৌলভীবাজার, রংপুর, রাজনীতি, রাজশাহী, সারাদেশে, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ
- রাসেলস ভাইপার ভেবে বিরল প্রজাতির অজগর হত্যা
রাসেলস ভাইপার ভেবে বিরল প্রজাতির অজগর হত্যা
- Reporter Name
- Update Time : 05:33:38 pm, Tuesday, 2 July 2024
- 201 Time View
Tag :