Dhaka 11:02 pm, Friday, 4 April 2025

মধ্যনগরে নেই এ্যাসিল্যান্ড পদ বিভাগীয় কমিশনারের নিকট আবেদন বাসিন্দার

  • Reporter Name
  • Update Time : 09:51:41 am, Tuesday, 11 February 2025
  • 58 Time View

 

অমৃত জ্যোতি(মধ্যনগর)সুনামগঞ্জ

সুনামগঞ্জের মধ্যনগর থানাটি উপজেলায় উন্নীত হলেও এখন পর্যন্ত হয়নি সহকারী কমিশনার ভূমি পদের সৃজন ও পদায়ন।উপজেলাটি ২০২২সালে যাত্রা শুরু করে। কিন্তু এখনো দৃশ্যমান হয়নি অবকাঠামোগত উন্নয়ন ও সকল দপ্তর চালু।এসকল সমস্যা তুলেধরে লিখিত আবেদন করেছেন এক বাসিন্দা।

 

১১ফেব্রুয়ারী সোমবার মধ্যনগর উপজেলার নবীন কবি অসীম সরকার,সিলেট বিভাগীয় কমিশনারের নিকট,মধ্যনগর উপজেলায় সহকারী কমিশনার ভূমি(এ্যাসিল্যান্ড)পদের সৃজন ও পদায়নের দাবী জানিয়ে এআবেদন করেন।

 

উল্লেখিত পদটির সৃজন ও পদায়িত না হওয়ায় এঅঞ্চলের জনমানুষ প্রায় ৩০কিলোমিটার দূর্গম রাস্তা পাড়িদিয়ে যেতে হয় পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলায়।যা কষ্টসাধ্য ও ব্যায় বহুল দূর্ভোগের স্বীকার এলাকায় জনসাধারণ।বর্তমান সময়ে ধর্মপাশা উপজেলায় উক্ত কর্মকর্তা বদলি জনিত কারনে পদটি শূন্য রয়েছে।এবং দুটি উপজেলাতেই এইকর্মকর্তা না থাকায় ভোগান্তির স্বীকার মধ্যনগর অঞ্চলের সাধারণ জনমানুষ।তাই দ্রুততম সময়ের মধ্যে জনস্বার্থে নবসৃষ্ট মধ্যনগর উপজেলায় সহকারী কমিশনার ভূমি(এ্যাসিল্যান্ড)পদের সৃজন ও পদায়ন দাবী করেন অসীম সরকার।জনস্বার্থে এমন কাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকার জনমানুষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কিশোরগঞ্জে বিভিন্ন কোম্পানির প্রলোভনে দিনে দিনে বেড়েই চলেছে তামাক চাষ

মধ্যনগরে নেই এ্যাসিল্যান্ড পদ বিভাগীয় কমিশনারের নিকট আবেদন বাসিন্দার

Update Time : 09:51:41 am, Tuesday, 11 February 2025

 

অমৃত জ্যোতি(মধ্যনগর)সুনামগঞ্জ

সুনামগঞ্জের মধ্যনগর থানাটি উপজেলায় উন্নীত হলেও এখন পর্যন্ত হয়নি সহকারী কমিশনার ভূমি পদের সৃজন ও পদায়ন।উপজেলাটি ২০২২সালে যাত্রা শুরু করে। কিন্তু এখনো দৃশ্যমান হয়নি অবকাঠামোগত উন্নয়ন ও সকল দপ্তর চালু।এসকল সমস্যা তুলেধরে লিখিত আবেদন করেছেন এক বাসিন্দা।

 

১১ফেব্রুয়ারী সোমবার মধ্যনগর উপজেলার নবীন কবি অসীম সরকার,সিলেট বিভাগীয় কমিশনারের নিকট,মধ্যনগর উপজেলায় সহকারী কমিশনার ভূমি(এ্যাসিল্যান্ড)পদের সৃজন ও পদায়নের দাবী জানিয়ে এআবেদন করেন।

 

উল্লেখিত পদটির সৃজন ও পদায়িত না হওয়ায় এঅঞ্চলের জনমানুষ প্রায় ৩০কিলোমিটার দূর্গম রাস্তা পাড়িদিয়ে যেতে হয় পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলায়।যা কষ্টসাধ্য ও ব্যায় বহুল দূর্ভোগের স্বীকার এলাকায় জনসাধারণ।বর্তমান সময়ে ধর্মপাশা উপজেলায় উক্ত কর্মকর্তা বদলি জনিত কারনে পদটি শূন্য রয়েছে।এবং দুটি উপজেলাতেই এইকর্মকর্তা না থাকায় ভোগান্তির স্বীকার মধ্যনগর অঞ্চলের সাধারণ জনমানুষ।তাই দ্রুততম সময়ের মধ্যে জনস্বার্থে নবসৃষ্ট মধ্যনগর উপজেলায় সহকারী কমিশনার ভূমি(এ্যাসিল্যান্ড)পদের সৃজন ও পদায়ন দাবী করেন অসীম সরকার।জনস্বার্থে এমন কাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকার জনমানুষ।