Dhaka 4:45 am, Friday, 4 October 2024

দিরাইয়ে কাতার চ্যারিটির অর্থায়নে এতিম পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

 

এস এম উমেদ আলী//

দিরাইয়ের কুলঞ্জ ইউনিয়নে কাতার চ্যারিটির অর্থায়নে ২১শে সেপ্টেম্বর রোজ শনিবার জারলিয়া গ্রামে অসহায় বঞ্চিত এতিম ৩২ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন কাতার চ্যারিটি’র পরিচালক,চেতনার বাতিঘর বিশিষ্ট সমাজসেবক দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের জারলিয়া গ্রামের কৃতি সন্তান প্রফেসর ড.মাওঃ মুফতি আব্দুল কাদির মাদানী!
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৭৫ কেজি চাল/ ৫ কেজি তৈল/৫কেজি পেয়াজ/৩ কেজি চিনি/ ১কেজি ছানা/ ৩ কেজি লবন/ ৬ কেজি ডাল/ ৬ কেজি আলু সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য!
দিরাই ও জগন্নাথপুরে ৫২ এতিম পরিবার ও সিলেট বিভাগসহ প্রায় ৫ শতাধিক এতিম পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়!
স্বাগত বক্তব্যে প্রফেসর ড.মাওঃ মুফতি আব্দুল কাদির মাদানী দা.বা. কাতার চ্যারিটির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন!
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ!
উল্লেখ্য, কাতার চ্যারিটি’র পরিচালক প্রফেসর ড.মাওঃ মুফতি আব্দুল কাদির মাদানী’র মাধ্যমে আমাদের কুলঞ্জ ইউনিয়নের অসহায় বঞ্চিত এতিম পরিবারের সহযোগিতা দীর্ঘ দিন যাবত করে আসছেন। আমার জানা মতে প্রতি বছরই রমজান মাসে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। এবং যে কোন দুর্যোগে এগিয়ে আসেন! এতিম শিক্ষার্থীদের পড়ালেখার জন্য প্রতি মাসে উপবৃত্তি ও দিচ্ছেন কাতার চ্যারিটির মাধ্যমে! উনার অবদান স্মরণীয় হয়ে থাকবে!

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Janatar Kantha

দিরাইয়ে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন মাওঃ সুহেল আহমদ

দিরাইয়ে কাতার চ্যারিটির অর্থায়নে এতিম পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

Update Time : 06:59:36 am, Sunday, 22 September 2024

 

এস এম উমেদ আলী//

দিরাইয়ের কুলঞ্জ ইউনিয়নে কাতার চ্যারিটির অর্থায়নে ২১শে সেপ্টেম্বর রোজ শনিবার জারলিয়া গ্রামে অসহায় বঞ্চিত এতিম ৩২ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন কাতার চ্যারিটি’র পরিচালক,চেতনার বাতিঘর বিশিষ্ট সমাজসেবক দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের জারলিয়া গ্রামের কৃতি সন্তান প্রফেসর ড.মাওঃ মুফতি আব্দুল কাদির মাদানী!
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৭৫ কেজি চাল/ ৫ কেজি তৈল/৫কেজি পেয়াজ/৩ কেজি চিনি/ ১কেজি ছানা/ ৩ কেজি লবন/ ৬ কেজি ডাল/ ৬ কেজি আলু সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য!
দিরাই ও জগন্নাথপুরে ৫২ এতিম পরিবার ও সিলেট বিভাগসহ প্রায় ৫ শতাধিক এতিম পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়!
স্বাগত বক্তব্যে প্রফেসর ড.মাওঃ মুফতি আব্দুল কাদির মাদানী দা.বা. কাতার চ্যারিটির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন!
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ!
উল্লেখ্য, কাতার চ্যারিটি’র পরিচালক প্রফেসর ড.মাওঃ মুফতি আব্দুল কাদির মাদানী’র মাধ্যমে আমাদের কুলঞ্জ ইউনিয়নের অসহায় বঞ্চিত এতিম পরিবারের সহযোগিতা দীর্ঘ দিন যাবত করে আসছেন। আমার জানা মতে প্রতি বছরই রমজান মাসে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। এবং যে কোন দুর্যোগে এগিয়ে আসেন! এতিম শিক্ষার্থীদের পড়ালেখার জন্য প্রতি মাসে উপবৃত্তি ও দিচ্ছেন কাতার চ্যারিটির মাধ্যমে! উনার অবদান স্মরণীয় হয়ে থাকবে!