হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
ছয় দিন পর কর্মবিরতি প্রত্যাহার করে জগন্নাথপুর কর্মস্থলে ফিরেছেন পুলিশ সদস্যরা। জনমনে স্বস্তি ফিরে এসেছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার তোপের মুখে বিগত ৫ ই আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও পালিয়ে দেশ ছাড়ার পর বিগত ৬ ই আগষ্ট থেকে পুলিশের ১১ দফা দাবী বাস্তবায়নে দেশ ব্যাপী পুলিশের কর্মবিরতি পালন করে আসছিল। গতকাল ১১ ই আগষ্ট দিবাগত রাতে কেন্দ্রীয় ভাবে কর্মবিরতি প্রত্যাহারে সিদ্ধান্তে দেশের অন্যান্য অঞ্চলের মতো সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ ১২ ই আগষ্ট কর্মস্থলে ফিরে কাজ শুরু করেছে। যার ফলশ্রুতিতে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম।