হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জগন্নাথপুরে সেনা মোতায়েন করা হয়েছে। এবং ট্রাফিক এর দায়িত্বে আনসার ভিডিপির সদস্যরা রয়েছেন।
সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ও ছাত্রজনতার তোপের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ছাড়ার পর থেকে দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে দেশের অন্যান্য অঞ্চলের মতো সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ৬ ই আগষ্ট সেনাবাহিনীর ক্যাপ্টেন আরিফুল ইসলাম এর নেতৃত্বে ৭০ জন সেনা সদস্যের একটি দল জগন্নাথপুর পৌর সভায় অবস্থান করছেন। এবং এর পর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর সদস্যরা টহল দিতে দেখা গেছে।
অন্যদিকে, ৭ ই আগষ্ট সকাল থেকে ট্রাফিক নিয়ন্ত্রণে মাঠে কাজ করছেন আনসার ভিডিপির সদস্যরা।