হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরের কামারখাল উপ স্বাস্থ্য কেন্দ্রে সেবার মানোন্নয়ন এর লক্ষে আইপিএস প্রদান করেছেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত কামারখাল উপ স্বাস্থ্য কেন্দ্রে জনসাধারণের সার্বক্ষণিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করনে অর্থাৎ বিদ্যুৎ এর লোডশেডিং হলেও প্রাতিষ্ঠানিক ভাবে ডেলিভারি সহ মা ও শিশু সেবার পাশা-পাশি সর্বসাধারণের সেবা চালিয়ে যাওয়ার লক্ষে ১৭ ই জুলাই এই কামারখাল উপ স্বাস্থ্য কেন্দ্রে আইপিএস প্রদান করেছেন ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া।
এসময় উপস্থিত ছিলেন,১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, ৫ নং ওয়ার্ড এর সদস্য মোঃ মসিক আহমদ, পরিবার পরিকল্পনা পরিদর্শক রূপক রাজ বৈদ্য, সংরক্ষিত মহিলা সদস্য স্বপ্না রানী দাস, কলকলিয়া ইউনিয়ন পরিষদের কালেক্টর জিতেন্দ্র দেবনাথ, কলকলিয়া ইউনিয়ন পরিষদের ডিজিটাল উদ্দোক্তা হাসানুজ্জামান আলীনুর , সুমেন মিয়া, সাব্বির মিয়া ও ফুজায়েল আহমদ প্রমূখ।
এবিষয়ে একান্ত আলাপকালে পরিবার পরিকল্পনা পরিদর্শক রূপক রাজ বৈদ্য বলেন, চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া মহোদয় এই স্বাস্থ্য কেন্দ্রে “আইপিএস” প্রদান করায় বিদ্যুৎ এর লোডশেডিং হলেও নিরবচ্ছিন্ন ভাবে ২৪ ঘন্টা প্রাতিষ্ঠানিক ডেলিভারি সহ মা ও শিশু সেবার পাশা-পাশি অত্র এলাকার জনসাধারণের উন্নত চিকিৎসা সেবা চালিয়ে যাওয়া যাবে। এলাকাবাসী অনেক উপকৃত হবেন। স্বাস্থ্য কেন্দ্রের মানোন্নয়ন ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চেয়ারম্যান মহোদয় এর এই দান নিঃসন্দেহে প্রশংসনীয়।
এ ব্যাপারে কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া বলেন, ইউনিয়ন এর চেয়ারম্যান হিসাবে এলাকার মানুষের সুযোগ সুবিধা বৃদ্ধির দিকে খেয়াল রাখা আমার করণীয় । স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও শিক্ষার উন্নয়নে আমরা সব সময় সচেষ্ট। কারণ আমরা যদি আমাদের এলাকার মানুষকে সুশিক্ষা দান করতে পারি, এলাকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারি, পরিকল্পিত পরিবার গঠন করতে পারি, তবেই আমরা সুখী-সমৃদ্ধ সমাজ নির্মান করতে পারব। আমি জনস্বার্থে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি সার্বক্ষণিক মানুষের কল্যাণে কাজ করতে চাই। আমি সকলের দোয়া -ভালবাসা ও সহযোগিতা প্রত্যাশী।