সেলিম মাহবুব,ছাতকঃ
দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর উদ্দিন তালুকদারকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ। অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪.০০ ঘটিকায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামন থেকে যৌথ বাহিনী তাকে গ্রেপ্তার করেছে। নুর উদ্দিন তালুকদার ইউনিয়নের কালাপশি গ্রামের বাসিন্দা ও নরসিংপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। কিছুদিন আগে সুনামগঞ্জ সদর থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় জেল হাজতে ছিলেন দীর্ঘদিন। সম্প্রতি আদালত থেকে জামিনে মুক্তি লাভ করে জেল হাজত থেকে বেরিয়ে এসে আবারো যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হলেন। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো.জহিরুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযান চলমান।উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।##