অমৃত জ্যোতি মধ্যনগর সুনামগঞ্জ//
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাউল নেসারুদ্দিন কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
২ রা জুলাই মঙ্গলবার বিকেলে মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসারের অস্থায়ী কার্যালয় হতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিশ দর্শী চাকমা।
এরপুর্বে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে পাঁচ গুনীজনকে বিভিন্ন ক্যাটাগরীতে সম্মান প্রদর্শন করা হয়। এরমধ্যে লোক সংস্কৃতি সম্মাননায় ভূষিত হন মধ্যনগর সদরের মাছিমপুর গ্রামের বাউল নেসারুদ্দীন।
মধ্যনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা গ্রহনের সময় উপস্থিত ছিলেন বীরমুক্তি যোদ্ধা মোঃইউনুস মিয়া, মধ্যনগর সদ্য সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার,চামরদানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর খসরু,যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃসাইদুর রহমান সোহাগ,মধ্যনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমৃত জ্যোতি রায় সামন্ত,উপজেরার সিনিয়র অফিসার মোঃসামসুদ্দোহা,নুরুল আমীন মোল্লা ও বাউল নেসারুদ্দিনের গানশিষ্য রিপন সরকার,মোঃজুয়েল মিয়া,মোঃসাইদুর মিয়া প্রমুখ।
সম্মাননা গ্রহনের পরপরেই মধ্যনগর উপজেলা প্রশাসন তথা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান বাউল নেসারুদ্দিন।