Dhaka 5:11 pm, Wednesday, 12 March 2025

এমসি কলেজে ছাত্রলীগ ও আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্রসমাজের বিক্ষোভ মিছিল

  • Reporter Name
  • Update Time : 12:18:24 pm, Thursday, 6 February 2025
  • 41 Time View

মেহেদী হাসান তানিম, এমসি কলেজ প্রতিনিধি:

বুধবার (৫ ফেব্রুয়ারী) দিবাগত রাতে এমসি কলেজ ছাত্রাবাসের ছাত্রসমাজের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি এমসি কলেজ ছাত্রাবাস থেকে শুরু করে টিলাগড় পয়েন্ট পর্যন্ত যায়। এতে ছাত্রাবাসের সবগুলো হলের ছাত্ররা অংশ নেন এবং মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী ফ্যাসিবাদের করে যাওয়া বিভিন্ন বর্বরতার চিত্র তুলে ধরেন।
বিক্ষোভের মূল কারণ ছিল সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য ও এর জেরে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের মাথাচাড়া দিয়ে ওঠা মিছিল নিয়ে ছাত্রসমাজের মধ্যে প্রতিক্রিয়া। ছাত্রসমাজের অভিযোগ, ছাত্রলীগ এতোদিন বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে এবং নিষিদ্ধ হওয়ার পর এখনও আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। এর পাশাপাশি, তারা সাবেক ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী নীতির বিরুদ্ধেও প্রতিবাদ ও নিন্দা জানান।
রাত ১০টায় এমসি কলেজ ছাত্রাবাসের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে অংশগ্রহণকারীরা “ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না”, “আবু সাঈদ মুগ্ধ , শেষ হয়নি যুদ্ধ” ইত্যাদি স্লোগান দেন। মিছিলটি টিলাগড় পয়েন্টে পৌঁছালে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন ছাত্রনেতারা তাদের বক্তব্যে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অপকর্মের স্মৃতিকথা তুলে ধরেন। তারা বলেন, ছাত্রলীগ ক্যাম্পাসে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করেছিল এবং সাধারণ শিক্ষার্থীরা তাদের দ্বারা নির্যাতিত হয়েছিল । তারা আরও বলেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে ধ্বংস করে গিয়েছে এবং দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার সর্বোচ্চ চেষ্টা করেছিল ।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর এমসি কলেজ শাখার সভাপতি মো. ইসমাঈল খান সৌরভ । তিনি বলেন, “আমরা আর চুপ থাকতে পারি নি । ছাত্রলীগের সন্ত্রাস আমাদের সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল । তারা যতবার মাথাচাড়া দিয়ে উঠবে, ততবার আমরাও এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ।” সমাবেশ শেষে মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। এই বিক্ষোভ মিছিলের খবর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই ছাত্রসমাজের এই সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন ।
এমসি কলেজের ছাত্রসমাজের এই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এটি দেখিয়ে দেয় যে ছাত্রসমাজ তাদের অধিকার আদায়ে কতটা দৃঢ়প্রতিজ্ঞ। এই বিক্ষোভের মাধ্যমে ছাত্রসমাজ নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ ও ফ্যাসিস্ট আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাংলা উচ্চারণ ও অর্থসহ দোয়া কুনুত

এমসি কলেজে ছাত্রলীগ ও আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্রসমাজের বিক্ষোভ মিছিল

Update Time : 12:18:24 pm, Thursday, 6 February 2025

মেহেদী হাসান তানিম, এমসি কলেজ প্রতিনিধি:

বুধবার (৫ ফেব্রুয়ারী) দিবাগত রাতে এমসি কলেজ ছাত্রাবাসের ছাত্রসমাজের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি এমসি কলেজ ছাত্রাবাস থেকে শুরু করে টিলাগড় পয়েন্ট পর্যন্ত যায়। এতে ছাত্রাবাসের সবগুলো হলের ছাত্ররা অংশ নেন এবং মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী ফ্যাসিবাদের করে যাওয়া বিভিন্ন বর্বরতার চিত্র তুলে ধরেন।
বিক্ষোভের মূল কারণ ছিল সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য ও এর জেরে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের মাথাচাড়া দিয়ে ওঠা মিছিল নিয়ে ছাত্রসমাজের মধ্যে প্রতিক্রিয়া। ছাত্রসমাজের অভিযোগ, ছাত্রলীগ এতোদিন বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে এবং নিষিদ্ধ হওয়ার পর এখনও আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। এর পাশাপাশি, তারা সাবেক ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী নীতির বিরুদ্ধেও প্রতিবাদ ও নিন্দা জানান।
রাত ১০টায় এমসি কলেজ ছাত্রাবাসের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে অংশগ্রহণকারীরা “ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না”, “আবু সাঈদ মুগ্ধ , শেষ হয়নি যুদ্ধ” ইত্যাদি স্লোগান দেন। মিছিলটি টিলাগড় পয়েন্টে পৌঁছালে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন ছাত্রনেতারা তাদের বক্তব্যে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অপকর্মের স্মৃতিকথা তুলে ধরেন। তারা বলেন, ছাত্রলীগ ক্যাম্পাসে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করেছিল এবং সাধারণ শিক্ষার্থীরা তাদের দ্বারা নির্যাতিত হয়েছিল । তারা আরও বলেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে ধ্বংস করে গিয়েছে এবং দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার সর্বোচ্চ চেষ্টা করেছিল ।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর এমসি কলেজ শাখার সভাপতি মো. ইসমাঈল খান সৌরভ । তিনি বলেন, “আমরা আর চুপ থাকতে পারি নি । ছাত্রলীগের সন্ত্রাস আমাদের সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল । তারা যতবার মাথাচাড়া দিয়ে উঠবে, ততবার আমরাও এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ।” সমাবেশ শেষে মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। এই বিক্ষোভ মিছিলের খবর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই ছাত্রসমাজের এই সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন ।
এমসি কলেজের ছাত্রসমাজের এই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এটি দেখিয়ে দেয় যে ছাত্রসমাজ তাদের অধিকার আদায়ে কতটা দৃঢ়প্রতিজ্ঞ। এই বিক্ষোভের মাধ্যমে ছাত্রসমাজ নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ ও ফ্যাসিস্ট আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানিয়েছে।