রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

মধ্যনগর অজিৎ স্মৃতি পাঠাগারে জাতীয় গ্রন্থাগার দিবস পালন

অমৃত জ্যোতি(মধ্যনগর)সুনামগঞ্জ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গলইখালীস্থ অজিৎ স্মৃতি পাঠাগারে জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়েছে।৫ই ফেব্রুয়ারী বুধবার দুপুরে সদর ইউনিয়নের গলইখালী গ্রামে প্রায় দুহাজারের অধিক বই সংরক্ষিত প্রতিষ্ঠান “অজিৎ স্মৃতি পাঠাগার” কার্যালয়ে “পরিলে বই আলোকিত হই”এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা,গ্রন্থ্যপাঠ ও আলোচনায় দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।এছাড়াও পাঠাগারে সর্ব্বোচ্চ পাঠকদের সনদ,অতিথিদের উত্তরীয় ও বই উপহার দেন কবি অসীম সরকার।

পাঠাগারের স্বত্বাধিকারী কবি অসীম সরকারের উপস্থাপনায় বক্তব্যে সহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়,বিশেষ অতিথি বীরমুক্তি যোদ্ধা ইউনূস মিয়া,ধনঞ্জয় চাকলাদার,শিক্ষক গিতেশ বাবু,শিক্ষিকা তপতী তাং,কবি অজয় রায়,উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃহারুন প্রমুখ।বক্তাগন বইপ্রেমী অসীম সরকারের উদ্যোগে পাঠাগারটি দশবছরে পদার্পন করে একাধিক যুবক যুবতীদেরকে অনুপ্রাণিত করেছে এবং মাদক আসক্তদেরকে সঠিক পথে আনতে সাহায্য ও গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে আসছে বলে জানান।

বিষয় :

নিউজটি শেয়ার করার অনুরোধ রইল ।

About Author Information
প্রকাশের সময় : ১০:১০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
১৪২ Time View

মধ্যনগর অজিৎ স্মৃতি পাঠাগারে জাতীয় গ্রন্থাগার দিবস পালন

প্রকাশের সময় : ১০:১০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গলইখালীস্থ অজিৎ স্মৃতি পাঠাগারে জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়েছে।৫ই ফেব্রুয়ারী বুধবার দুপুরে সদর ইউনিয়নের গলইখালী গ্রামে প্রায় দুহাজারের অধিক বই সংরক্ষিত প্রতিষ্ঠান “অজিৎ স্মৃতি পাঠাগার” কার্যালয়ে “পরিলে বই আলোকিত হই”এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা,গ্রন্থ্যপাঠ ও আলোচনায় দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।এছাড়াও পাঠাগারে সর্ব্বোচ্চ পাঠকদের সনদ,অতিথিদের উত্তরীয় ও বই উপহার দেন কবি অসীম সরকার।

পাঠাগারের স্বত্বাধিকারী কবি অসীম সরকারের উপস্থাপনায় বক্তব্যে সহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়,বিশেষ অতিথি বীরমুক্তি যোদ্ধা ইউনূস মিয়া,ধনঞ্জয় চাকলাদার,শিক্ষক গিতেশ বাবু,শিক্ষিকা তপতী তাং,কবি অজয় রায়,উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃহারুন প্রমুখ।বক্তাগন বইপ্রেমী অসীম সরকারের উদ্যোগে পাঠাগারটি দশবছরে পদার্পন করে একাধিক যুবক যুবতীদেরকে অনুপ্রাণিত করেছে এবং মাদক আসক্তদেরকে সঠিক পথে আনতে সাহায্য ও গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে আসছে বলে জানান।