হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে ট্রাক ও সিএনজির মুখো-মুখি সংঘর্ষে রেখা(৪০) নামক মহিলা নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক ট্রাক চালককে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
বিগত ৩০শে জুন বিকাল প্রায় ৪ ঘটিকার সময় পাগলা-জগন্নাথপুর-আউশকান্দী আঞ্চলিক মহাসড়ক এর জগন্নাথপুর অংশে অর্জুন মার্কেট এর দক্ষিণ পার্শ্বে কলকলিয়াগামী যাত্রীবাহী সিএনজির সাথে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা বাহী ট্রাক ( রেজিঃ নং- ঢাকা -মেট্রো-ন-১৫-৮২-৭৯) এর মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি যাত্রী সুনামগঞ্জের ছাতক উপজেলার ঝিগলী (ছুলেমানপুর) নিবাসী সুহেল মিয়ার স্ত্রী রেখা বেগম (৪০) নামক মহিলা ঘটনাস্থলে মৃত্যু বরন করেন। এবং একই গ্রামের কালা মিয়ার স্ত্রী আয়রুন নেছা (৬৫), আফজাল মিয়ার ছেলে সিএনজি চালক শফিক মিয়া (৩০), মনির মিয়ার স্ত্রী রেনু বেগম(৩৫), গফ্ফার মিয়ার ছেলে জাকির মিয়া (২২)। আহতরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই দিন থানা পুলিশ ঘাতক ট্রাক আটক করার পাশা-পাশি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার বড়ুয়াপাড়া গ্রাম নিবাসী রনেশ চন্দ্র বর্মন এর ছেলে ট্রাক চালক হরিপদ দাস বর্মন(৪৫) কে আটক করে। এই ঘটনায় নিহত রেখা বেগম (৪০) এর স্বামী সুহেল মিয়া বাদী হয়ে ১লা জুলাই এই ট্রাক চালক হরিপদ দাস বর্মন এর বিরুদ্ধে সড়ক ও পরিবহন আইনে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপেক্ষিতে ট্রাক চালক হরিপদ দাস বর্মন (৪৫)কে গ্রেপ্তার দেখিয়ে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালত এর বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেছেন।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকাকে বলেন, এই মর্মান্তিক ঘটনায় ট্রাক সহ ট্রাক চালক হরিপদ দাস বর্মন (৪৫)কে আটক করা হয়। এই ঘটনায় নিহত রেখা বেগম (৪০) এর স্বামী সুহেল মিয়া বাদী হয়ে ১ লা জুলাই থানায় মামলা দায়ের করেছেন। মামলার পরিপেক্ষিতে ট্রাক চালককে গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। আদালত এর বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেছেন।