এস এম উমেদ আলী//
কলেজ শাখায় পাঠদানের অনুমতি পেয়েছে দিরাই উপজেলার টংগর আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়।বৃহস্পতিবার একাদশ শ্রেণির পাঠদানের অনুমতি প্রদান করেছে সিলেট শিক্ষাবোর্ড।
কলেজ শাখায় পাঠদানের অনুমতি প্রদান করায় সিলেট শিক্ষাবোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সুজন মিয়া ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কালীন সহ সভাপতি লন্ডন প্রবাসী শিক্ষানুরাগী মোঃ মোতাহির মিয়া বলেন, ভাটি অঞ্চলের অবহেলিত আমাদের এলাকার শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে আমার পিতা আলহাজ্ব মাসুক মিয়া প্রতিষ্ঠা করেন আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়। বাবার স্বপ্ন ছিল কলেজে রূপান্তরিত করা। আল্লাহ’র অশেষ কৃপায় সবার ঐকান্তিক প্রচেষ্টায় কলেজটি বাস্তবায়ন করতে পেরেছি।
আসন্ন একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রমের মধ্য দিয়েই উক্ত কলেজটি শিক্ষাক্ষেত্রে অবদান রাখতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে। আমি উক্ত বিদ্যাপীঠকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করছি!
অবহেলিত জনপদ ভাটি অঞ্চলে শিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্তের শুভ সূচনা হচ্ছে!আমি আশাবাদী অত্রাঞ্চলের শিক্ষিত জনগোষ্ঠী গঠনে কলেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে!