সিলেট মহানগরের পশ্চিম পীরমহল্লা ও আশপাশের এলাকায় আওয়ামীগ ও তার সহযোগি অঙ্গসংগঠনের নেতাকর্মীর উপর ভয়ানক হামলা চালিয়েছে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সন্ধায় (৬ই ফেব্রুয়ারী) সেচ্ছাসেবকলীগের সভাপতি আফতাব খান ও সাবেক ছাত্রলীগ নেতা তুহিনের বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।দফায় দফায় হামলা ও অগ্নিসংযোগে এলাকার মধ্যে অতঙ্ক বিরাজ করছে।আওয়ামীলীগ কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশী করে হামলা চালানো হচ্ছে।তাদের পরিবারের লোকজনও পালিয়ে বেড়াচ্ছেন। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,বিএনপি ও শরিকদলের দলীয় নেতাকর্মীরা মুখে মাক্ম পরিধান করে ও মোটরসাইকেল শোডাউন দিয়ে এ হামলা চালিয়েছেন। এলাকার কিছু চিহ্নিত ব্যক্তি দলীয় পরিচয়ে এলাকাজুড়ে সহিংসতা করে যাচ্ছেন। তারা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাড়া মহল্লায় গিয়ে খোঁজ নিচ্ছেন। যার বাড়িতে নেতাকর্মীদের পাচ্ছেন,তাদের বাড়িতেই হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করছেন।আবার অনেককে
মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ পাওয়া গেছে।
এদিকে মহানগরের পশ্চিম পীরমহল্লায় সাবেক ছাত্রলীগ নেতা তুহিন আহমেদের বাসায় হামলা ও ভাঙচুর চালানো হয়। যদিও তিনি বর্তমানে সেখানে থাকেন না। তার পরিবারের সদস্য ও প্রতিবেশীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তুহিনের পরিবারে দাবি,৫ আগষ্টের পর তাদের বাসায় তিনবার হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।পুলিশের কাছে অভিযোগ নিয়ে গেলে,পুলিশ মামলা নিতে অপারগতা প্রকাশ করেন।ফলে কোন রকম জীবন বাঁচিয়ে আত্মগোপনে আছেন বলে তারা জানান।
পুলিশ জানিয়েছেন,ভাংচুর ও অগ্নিসংযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। অপরাধ করলে,সবাইকে আইন নিজের হাতে তুলে না নেওয়ারও আহ্বান জানান।