(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় বর্ণাঢ্য নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের ডিমলা উপজেলা শাখার উদ্যোগে ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল দশটার পর উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ের মাঠে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে কেক কেঁটে তাঁতীদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয় ।
এতে তাঁতী দলের ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হালিমুর রহমান হাবিবের সঞ্চালনায় এবং সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডিমলা উপজেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন। এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শাহাজাদা মুক্তি, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল, নীলফামারী জেলা শাখা। বিশেষ বক্তা মো. হোসেন আলী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল, নীলফামারী জেলা শাখা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান রানা, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি মো. আরিফ- উল- ইসলাম লিটন, সহ-সভাপতি মো. আমিনুজ্জামান গাজী ও সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী প্রধানসহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ডিমল উপজেলা তাঁতী দলের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী খুনি হাসিনা সরকার জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, অবশেষে ৫ আগস্টের মাধ্যমে খুনি হাসিনা সরকারের অবসান ঘটে। বিগত দিনে ডিমলা উপজেলা বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত ছিল, আগামী দিনেও আপনাদেরকে তা প্রমাণ করতে হবে। মাঠে-ঘাটে মানুষের সঙ্গে কথা বলে নীলফামারী জেলা বিএনপি’র অগ্রদূত ও ডোমার-ডিমলা গণমানুষের নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে বিপুল ভোটে জেতাতে হবে। আমরা আমাদের দেশকে সুন্দরভাবে সাজাতে সকলেই একসাথে কাজ করতে চাই। সবাইকে সর্তক থাকতে হবে যাতে আওয়ামী সরকারের খুনিরা কোন ভাবেই বিএনপির মধ্যে কোন্দল সৃষ্টি করতে না পারে, সেই দিকে লক্ষ্য রাখবেন।
বক্তব্যে আরও বলেন, বিগত দিনে দুঃশাসনের মধ্যে ডিমলা বিএনপি পরিবার কোন বড়সড় অনুষ্ঠান করতে পারেনি। আপনাদের সব সময় ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। ৫ আগস্টে খুনি হাসিনা সরকারের পতনের পর ডিমলা উপজেলায় এই প্রথম তাঁতি দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও প্রতিনিধি সম্মেলনে একত্রিত হয়েছে বিএনপি পরিবার।