Dhaka 2:18 pm, Friday, 14 March 2025

এয়ারপোর্ট থানা পুলিশ ও সেনা বাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার- ৪

  • Reporter Name
  • Update Time : 10:10:03 am, Thursday, 6 February 2025
  • 50 Time View

৫ ফেব্রুয়ারি ২০২৫ এয়ারপোর্ট থানা পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে।

গত ৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ রাত আনুমানিক ২০.১৫ ঘটিকার সময় যৌথ বাহিনী আম্বরখানা পয়েন্টে অবস্থানকালে গোপন সংবাদ পায় যে, এয়ারপোর্ট থানাধীন বনকলাপাড়াস্থ বাসা নং-নূরানী/৫২-তে কয়েকজন সন্ত্রাসী অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর, তাদের নির্দেশে রাত ২১.০৫ ঘটিকার সময় যৌথ বাহিনী উক্ত বাসায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে উপস্থিত সাক্ষীদের সামনে বাসাটি তল্লাশি করা হয় এবং দেশীয় অস্ত্রসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়। জব্দকৃত আলামতের মধ্যে উল্লেখযোগ্য হলো: ০১টি লোহার বাট যুক্ত রামদা, ০৫টি ছোরা (ছুরি), ০২টি কাটি, ০১ একটি পিস্তল সদৃশ্য গ্যাস লাইটার,খালি মদের বোতল ও মদ পানের গ্লাস, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও ডিজিটাল মিডিয়া।
অভিযানকালে বাসা থেকে ১। ইমাদ উদ্দিন আহমেদ (৩৮), পিতা-মৃত:আব্দুল মুক্তাদির প্রকাশ বুলবুল আহমদ, সাং-বাসা নং-নূরানী-৫২, বনকলাপাড়া, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, ২। মাহমুদ আলী (৪৪), পিতা-মৃত সিকন্দর আলী, সাং-মিরাপাড়া, বাসা নং-১০৮, থানা-শাহপরাণ (রহ:), জেলা-সিলেট, ৩। রিপন (৪৬), পিতা-মৃত নেদারুল ইসলাম, সাং-গাজীপুর, থানা-ফেঞ্চুগঞ্জ, জেলা-সিলেট, ৪। মুজিবুর রহমান সনি (২৭), পিতা-আমিন মিয়া, সাং-বাসা নং-৫০/১, বাদামবাগিচা, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেটদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, উক্ত অস্ত্র ও আলামত এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি সহ সন্ত্রাসী কার্যকলাপ করার উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা নং-৫, তারিখ-০৫/০২/২০২৫খ্রিঃ, ধারা- 19(f)/20 The Arms Act, 1878 অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধর্মপাশায় অ*বৈধ ভাবে মাটি উত্তোলন, অ্যাক্সেভেটর মেশিন জ*ব্দ

এয়ারপোর্ট থানা পুলিশ ও সেনা বাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার- ৪

Update Time : 10:10:03 am, Thursday, 6 February 2025

৫ ফেব্রুয়ারি ২০২৫ এয়ারপোর্ট থানা পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে।

গত ৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ রাত আনুমানিক ২০.১৫ ঘটিকার সময় যৌথ বাহিনী আম্বরখানা পয়েন্টে অবস্থানকালে গোপন সংবাদ পায় যে, এয়ারপোর্ট থানাধীন বনকলাপাড়াস্থ বাসা নং-নূরানী/৫২-তে কয়েকজন সন্ত্রাসী অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর, তাদের নির্দেশে রাত ২১.০৫ ঘটিকার সময় যৌথ বাহিনী উক্ত বাসায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে উপস্থিত সাক্ষীদের সামনে বাসাটি তল্লাশি করা হয় এবং দেশীয় অস্ত্রসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়। জব্দকৃত আলামতের মধ্যে উল্লেখযোগ্য হলো: ০১টি লোহার বাট যুক্ত রামদা, ০৫টি ছোরা (ছুরি), ০২টি কাটি, ০১ একটি পিস্তল সদৃশ্য গ্যাস লাইটার,খালি মদের বোতল ও মদ পানের গ্লাস, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও ডিজিটাল মিডিয়া।
অভিযানকালে বাসা থেকে ১। ইমাদ উদ্দিন আহমেদ (৩৮), পিতা-মৃত:আব্দুল মুক্তাদির প্রকাশ বুলবুল আহমদ, সাং-বাসা নং-নূরানী-৫২, বনকলাপাড়া, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, ২। মাহমুদ আলী (৪৪), পিতা-মৃত সিকন্দর আলী, সাং-মিরাপাড়া, বাসা নং-১০৮, থানা-শাহপরাণ (রহ:), জেলা-সিলেট, ৩। রিপন (৪৬), পিতা-মৃত নেদারুল ইসলাম, সাং-গাজীপুর, থানা-ফেঞ্চুগঞ্জ, জেলা-সিলেট, ৪। মুজিবুর রহমান সনি (২৭), পিতা-আমিন মিয়া, সাং-বাসা নং-৫০/১, বাদামবাগিচা, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেটদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, উক্ত অস্ত্র ও আলামত এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি সহ সন্ত্রাসী কার্যকলাপ করার উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা নং-৫, তারিখ-০৫/০২/২০২৫খ্রিঃ, ধারা- 19(f)/20 The Arms Act, 1878 অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।