সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সাউদেরগাঁও গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে
কারাদন্ড প্রাপ্ত আসামি ১। মোঃ জালাল উদ্দিন (৪০) কে গ্রেপ্তার করেন পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হকের দিক নির্দেশনায় অত্র থানার এএসআই(নিরস্ত্র)/হোসাইন মোহাম্মদ ফরহাদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া জিআর ২২/২০২০ (দোয়ারা) এর ০১ বছর ০৬ মাস সশ্রম কারাদন্ড এবং ১০০০/-(এক হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামিকে সাউদেরগাঁও,গ্রামের নিজ বাড়ী থেকে তাঁকে গ্রেফতার করেন পুলিশ।
পুলিশ সূত্রে জানাগেছে, সাউদেরগাঁও গ্রামের রইছ আলীর পুত্র মোঃ জালাল উদ্দিন (৪০) এর বিরুদ্ধে জিআর ২২/২০২০ (দোয়ারা) এর ০১ বছর ০৬ মাস সশ্রম কারাদন্ড এবং ১০০০/-(এক হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি সে।
জানতে চাইলে অফিসার ইনচার্জ ওসি মোঃ জাহিদুল হক
বলেন,গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে