দিরাই প্রতিনিধিঃ
দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া হাড়িবিলে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে বিষ প্রয়োগ করলে বিলে থাকা সব মাছ মরে ভেসে উঠতে থাকে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা।
বিলের ইজারাদার কামরুল ইসলাম বলেন,আকিননগর আনন্দগনর সমবায় সমিতির লিজ আনা হাতিয়া হাড়িবিলে রাতের আধারে কতিপয় দুষ্কৃতিকারী বিষ ফেলে আমার বিলে বিভিন্ন প্রজাতির দেশি মাছ মেরে ফেলে, সকালে গিয়ে দেখি বিলের মাছ মরে ভেসে উঠে।
কারো সাথে আমার কোনো শত্রুতা নেই। তবুও কে বা কাহারা আমার এই লিজ নেওয়া বিলে বিষ প্রয়োগ করে পনের লাখ টাকার মাছ নিধন করে। আমার অন্য কোনো আয়ের পথ নেই। মাছ চাষ করেই সংসার চালিয়ে আসছি। বিলের মাছ মেরে ফেলায় পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে। তিনি বলেন,এ ঘটনার প্রতিকার চেয়ে থানায় অভিযোগ করবো।
সরেজমিনে শনিবার দুপুরে বিলে গিয়ে দেখা যায়,স্থানীয় মানুষজন বিলে নেমে ভেসে উঠা বিভিন্ন প্রজাতির দেশী মাছ ধরছেন।মরা মাছের দুর্গন্ধে এলাকার পরিবেশ ও দূষিত হচ্ছে।