সুনামগঞ্জের মধ্যনগরে হ্যান্ডট্রলির আঘাতে ১ শিশুর মৃত্যু হয়েছে। উত্তর বংশী কুন্ডা ইউনিয়নে শুক্রবার সকালে সাড়ে ৯টার সময় মহিষখলা বাজার সংলগ্ন কালাগর রাস্তায় দুটি হ্যান্ডট্রলি ক্রসিংএর সময় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু ঘটে।মহিষখলা সদরের সাউদপাড়া গ্রামের ওয়াসিম মিয়ার প্রথম শ্রেণীতে পড়ুয়া ছেলে তানজিদ- (৬) হ্যান্ডট্রলি চাপা পড়ে সঙ্গে সঙ্গে মৃত্যু হয়েছে।খবর পেয়ে মধ্যনগর থানা পুলিশের দায়িত্বরত কর্মকতা উপস্থিত হন।নিহতের পারিবার প্রধানগন মৃত লাশ বিনা ময়না তদন্তের লিখিত আবেদনের প্রেক্ষিতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মধ্যনগর থানার দক্ষিনাঞ্চল এলাকার বিশাল জনসমাবেশে স্থানীয় সরকার ও প্রশাসন পরবর্তী ঘোষনা না দেয়া পর্যন্ত ফিটনেস বিহীন হ্যান্ডট্রলি চলাচল বন্ধ ঘোষনা করেন।