মুজিব শতবর্ষের উপহার,গৃহহীন ফুলবাবু পেল ঘর।
মানবিক কাজে এগিয়ে আসলো কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি।
আজ মঙ্গলবার, ২৩/২/২০২১ বিকাল ৪:ঘটিকায় কুড়িগ্রাম সদর বেলগাছা ইউনিয়নের হরিরাম
গ্রামে মোঃফুলবাবু,পিতা-মৃত :মোসলেম উদ্দিন কে কুড়িগ্রাম-লালমনিরহাট পবিস এর কর্মকর্তাদের অর্থায়নে গৃহহীন এক ব্যক্তি কে গৃহনির্মাণ করে চাবি হস্তান্তর করা হয়েছে। উক্ত চাবি হস্তান্তর এবং শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শ্রী সদেশ কুমার ঘোষ,নিবাহী প্রকৌশলী মোঃ খাদেমুল ইসলাম,সমিতি বোডের সভাপতি মোঃ আমজাদ হোসেন,ডিজিএম মোঃ জসিম উদদীন,ইসি অনুকূল চন্দ্র,এজিএম মোঃ রেজাউল করিম,(বাপবিবো- কুড়িগ্রাম)পবিসের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।