সুনামগঞ্জের মধ্যনগর সদরে মাইজপাড়ায় শ্রীরাম কৃষ্ণ আশ্রমে ২১ফেব্রুয়ারী সোমবার দিবসব্যাপী যুগাচার্য্য স্বামী বিবেকানন্দে'র১৫৯তম জন্ম তিথি উপলক্ষে বর্ধিতউৎসব অনুষ্ঠিত হয়েছে।
দিবসের শুরুতে অর্ঘ্যাঞ্জলী সহ প্রণাম নিবেদন,প্রার্থনা, ধর্মগ্রন্থাদি পাঠ,মানব জীবনে স্বামী বিবেকানন্দে নির্দেশাবলী বিষয়ক আলোচনা সভা, সঙ্গীতানুষ্টান,মহাপ্রসাদ বিতরণ ও সন্ধ্যা প্রার্থনার পর আলোকসজ্জার মাধ্যমে উৎসবের সমাপ্তি হয়।উৎসবে আশ্রম কমিটির সভাপতি গোপেশ চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক মৃদুল চন্দ্র সরকার, প্রধান অতিথি হিসেবে ছিলেন-শ্রীমৎ স্বামী ভক্তি প্রদানন্দ মহারাজ,বিশেষ অতিথি স্বামী হৃদয়ানন্দ মহারাজ,স্বাগত বক্তব্য রাখেন পুরঞ্জয় সাহা রায় এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রতন কুমার পাল।এছাড়াও তাঁর অনুসারী নারী পুরুষ অসংখ্য ভক্ত বৃন্ধ ।