যশোরের শার্শা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা'র সার্বিক তত্ত্বাবধায়ন ও সহযোগিতায় সবজী চাষে সাফল্য লাভ করলো আনসার ভিডিপি'র দুই সদস্য।
সরেজমিনে দেখাগেছে, শার্শা উপজেলার বেনাপোল পৌসভা এলাকার বাসিন্দা আনসার ভিডিপির সদস্য ৩ নং ওয়ার্ড দলনেতা মোঃ কামাল হোসেন ও ৬ নং ওয়ার্ড দলনেত্রী বেনাপোল দিঘিরপাড়ের বাসিন্দা ফরিদা বেগমের বাড়ির আঙিনা যেন সবজী সমাহার সাজানো হয়েছে। বাড়ির উঠান যেন সবুজে সাজানো, লাউ-কুমড়া, কচু ও সিমের গাছ সহ আরো কত রকমের সবজী গাছ লাগানো রয়েছে তাদের সবজী ক্ষেতে।
এ বিষয়ে শার্শা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেল জানান, আমাদের দুই সদস্য কামাল হোসেন ও ফরিদা বেগমকে আমি আর্থিকভাবে সহযোগিতার মাধ্যমে, তাদের বাড়ির পতিত পরিত্যক্ত জমিতে সবজী চাষ করার জন্য উৎসাহিত করি। তাদের সাফল্য দেখে অত্র দপ্তরের সকল ভাতাভোগী সদস্যরা বাড়ির আঙ্গীনায় সবজি চাষ শুরু করেছে।
বেনাপোলের কামাল ও ফরিদা বেগম বাড়ির আঙিনা সহ পরিত্যক্ত জমিতে ২০২০ সালের অক্টোবর মাসের প্রায় প্রথমদিন থেকে চাষ শুরু করে দেয় এবং সবজী চাষে তাদের ব্যাপক সফলতা আসে। তাদের সাফল্য দেখে আমি খুবই আনন্দিত হয়েছি।
অবসর সময়টাকে কাজে লাগিয়ে ভাতাভোগী এসব শিক্ষিত ভিডিপি সদস্যরা এবং দেশের বেকার যুব সমাজ যদি এদের মত পরিত্যক্ত জমিতে চাষাবাদ করে সবজি উৎপাদন করতো তাহলে তারা উপকৃত হতো এবং নিত্য প্রয়োজনীয় তরকারীর চাহিদা মেটানো সহ সবজী পণ্য বিক্রি করে আরো বাড়তি আয় করতে পারতো।