সিলেট শাহজালাল উপশহর আই ব্লক মাঠে ২২জানুয়ারী শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় দি ব্রাইডার্স ক্রিকেট কর্তৃক আয়োজিত ২০২১ ক্রিকেট টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।উক্ত ফাইনাল খেলায় ব্রাইডার্স ক্লাব রাশিদ আহমেদের ক্লাবের সাথে মুকাবেলা করে ব্রাইডার্স ক্লাব জয় লাভ করে। তারেক আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও উপশহর যুবকল্যান পরিষদের আহবায়ক রেজওয়ান আহমদ।আরো উপস্থিত ছিলেন উপশহর যুবকল্যান পরিষদের যুগ্ন আহবায়ক আব্দুস সামাদ ও করিমুল্লাহ মার্কেট সমিতির সদস্য সিম্ফনি ও টেকনোর সিলেটের ডিলার খালেদ আহমেদ ও বিশিষ্ট ব্যবসায়ী সুহিন আহমদ প্রমুখ।
প্রধান অতিথি সাংবাদিক রেজওয়ান আহমদ বলেন ক্রিয়াই শক্তি ক্রিয়াই বল। সুন্দর সবল জীবন গড়তে ‘খেলাধুলার’ বিকল্প নেই।‘খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক,বাল্যবিবাহ, জঙ্গিবাদ ও সন্ত্রাসসহ সকল অন্যায় থেকে বিরত রাখতে। তাই সকলকে খেলাধুলার প্রতি বেশী মনোযোগ দিতে হবে এবং খেলাধুলার আয়োজন বাড়াতে হবে।
পরিশেষে বিজয়ী ব্রাইডার্স ক্লাবের অধিনায়ক আব্দুল কাদির সহ খেলোয়াড়বৃন্দের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।