নীলফামারী জেলার ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নের অন্তর্গত দক্ষিন সোনাখুলী গ্রামের বাসিন্দা রেয়াজ উদ্দিনের স্ত্রী তিন সন্তানের জননী আতোয়ারা বেগম মারাত্মক হার্ডের রোগে আক্রান্ত। তার হার্ডের একটি বাল্ব নষ্ট হয়ে গেছে।চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন জরুরি ভিত্তিতে তাহার চিকিৎসা করা প্রয়োজন। যার আনুমানিক খরচ হবে ৪/৫লক্ষ টাকা। অন্যথায় তার জীবননাশের আশংকা রয়েছে। গরিব অসহায়, হতদরিদ্র, ভ্যানচালক স্বামীর পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসার ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়েছে বিধায় নিরুপায় হয়ে অসহায় স্ত্রীর সুচিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন।
আপনার একটু সহায়তা বাঁচাতে পারে একজন গুরুতর রোগীর প্রাণ। অর্থ সহায়তায় ইসলামী ব্যাংক জলঢাকা শাখা, হিসাব নং-৯৬৬২, পার্সোনাল বিকাশ নং-০১৭৯৮৯৬৫৩০৩(রোগীর স্বামী)।বিঃদ্রঃ সাহায্য পঠানোর পর অবশ্য ফোন করে নিশ্চিত হবার জন্য সকলকে অনুরোধ করা করছি।