কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভর্তির ফল প্রকাশ করা হয়েছে। আজ ১১ জানুয়ারি ( সোমবার ) সারাদেশের ন্যায় রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২১ শিক্ষাবর্ষে ৬ষ্ট -৯ম শ্রেণিতে ভর্তির জন্য আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হয়।
রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান আগামী ১২ জানুয়ারি ( মঙ্গলবার ) লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থী ও অভিভাবকদের বিদ্যালয়ের অফিসে যোগাযোগ করার জন্য আহ্বান জানান এবং সকলকে মাস্ক পরিধান করে আসার জন্য নির্দেশনা দেন।