দিরাই উপজেলার প্রবাসীরা সর্বদা নিজ এলাকার উন্নয়ন,উন্নতি,অসহায়ের সাহায্যে এগিয়ে আসেন , প্রচন্ড এই শীতের দিনে অনেকেই বিতরন করছেন শীতবস্ত্র,আজ শুক্রবার জুম্মার নামাজের পর দিরাই কলেজ রোডস্থ হনুফা ভিলায় দিরাই জামেয়া হাফিজিয়া হূসাইনিয়া মাদ্রাসার শতাদিক ছাত্রের মাঝে শীতবস্ত্র ( সুইটার ) ও একবেলা খাবারের ব্যবস্থা করেছেন লন্ডন নিউক্যাসল প্রবাসী মিঃমিয়া পরিবার, হাজী মোঃ আহাদ মিয়া এই শীতবস্ত্র বিতরন করেন, এতে উপস্থিত ছিলেন মৌলানা তাইদুর রহমান,হাফিজ আমজাদ হোসেন প্রমুখ। সেই সাথে প্রবাসী মিঃমিয়া পরিবারের পক্ষ থেকে প্রতি বছর এতিম,অসহায় মানুষের জন্য সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানানো হয় ।